‘যেমন ছিলেন তিনি ﷺ’ গ্রন্থে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রাসূল ﷺ-এর আলোচনা। তিনি কী বলছেন, কীভাবে বলছেন, কেন বলছেন, কী করছেন, কীভাবে করছেন, কেন করছেন, কার সঙ্গে কেমন আচরণ করছেন, কোন পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন ইত্যাদির মতো মূল্যবান ও জীবন-ঘনিষ্ঠ উপাদান নিয়ে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে পুরো বইটি।
মোট কথা সমাজের প্রত্যেক শ্রেণীর সাথে নবিজির আদব আখলাক জানার একটি চমৎকার গ্রন্থ। অধ্যায়গুলোও ভাগ করা হয়েছে এভাবে। স্ত্রীদের সাথে কেমন ছিলেন, পিতা হিসেবে কেমন ছিলেন, সাহাবীদের সাথে কেমন ছিলেন, শিশুদের সাথে কেমন ছিলেন, প্রবীণদের সাথে কেমন ছিলেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রত্যেকের সাথে নবিজির চারিত্রিক মাধুর্যতা ফুটে উঠেছে দুই খণ্ডে। .
বই: যেমন ছিলেন তিনি ﷺ (দুই খণ্ড)
লেখক: মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী: রুহামা প্রকাশনী
মূল্য: ৩০% ছাড়ে ৯৩৮ ৳
অর্ডার করতে কল করুনঃ 01794090370
আমি মো রাসেল। , Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am simple man