আমি Abdur Rahman Bikash "The A.R.B."
সরাসরি টিউনে আসি।
কাজটি করেছিলাম ২০১৭ সালে, ফের এটা নিয়ে কয়েকজনকে টিউন করতে দেখলাম, তাই টেকটিউনসে বিষয়টাকে উপস্থাপন করতে চাইলাম।
তো প্রথমত Yokai Hacker "c4st3L1us" কে নিয়ে কথা বলা যাক, এ কোন ধরনের হ্যাকার? এক এ তো কোনো গ্রুপে নাই, অপরদিকে ল্যামিং করে Yokai দের বদনাম করছে।
তো যাই হোক, এর অন্যান্য হ্যাকিং কার্যক্রম দেখার জন্য গুগলে সার্চ করলাম এর নাম, তারপর পেলাম শুধু এইটাঃ
শুধুমাত্র একটি রেজাল্ট, যা ওর ল্যামিংয়ের প্রতিউত্তর।
তো ২০১৭ সালে আমি Txti.es নামের সাইটটির সাথে পরিচিত হলাম, যা একটি টেক্সট হোস্টিং ওয়েবসাইট।
তো এই সাইট ব্রাউজ করতে করতে কিভাবে জানি আমি txti.es/hacked লিংকে ঢুকে লক্ষ্য করলাম সাইটটিতে c4st3L1us এর ল্যামড পেজ, এবং ঐ দিনই সাব-ডোমেইনটি ডিফেজ করে c4st3L1us কে হ্যাকিং দিয়ে তার ল্যামিংয়ের জবাব দিলাম।
যাই হোক, তারপরের দিনই আমি Yokai Hackers দের ফেসবুক পেইজে ব্যাপারটা জানাই কিন্তু তারা মেসেজ সিন করে কোনো রিপ্লাই দেয়নি। তাদের ইচ্ছা না থাকলে অবশ্য আমি তাদের ল্যামিং করা সাব-ডোমেইন তাদের কাছে ফিরিয়ে দেয়ার ঠেকা মনে করি না।
তারা এমনই হ্যাকার যে প্রায় ৩ বছর হতে চলেছে কিন্তু তারা এখনও সাব-ডোমেইনটি রিকভার করতে পারে নি। সর্বশেষে আমরা যা বুঝতে পারলাম, যে c4st3L1us একজন ল্যামার।
টিউনের শেষে যা বলতে চাই, আমরা এথিকাল হ্যাকিংকে সবাই সাপোর্ট করবো, কিন্তু আমরা আনএথিকাল হ্যাকিং এবং ল্যামিং কে সাপোর্ট করবো না।
c4st3L1us if you see this post, i would like to say you that you should be an ethical hacker to help your country, to save your country, not to attack your country, not to make yokai's unrespectable to others, so stop lamming bro. and if you have already stopped, then go ahead.
c4st3L1us কে মেসেজটি লেখার কারন ও গুগলে ওর নাম সার্চ করলে কিন্তু অবশ্যই ওর নামে এই টিউনটি দেখতে পাবে।
সবাইকে সালাম জানিয়ে আজকের টিউন এখানেই শেষ করছি। টেকটিউনসের সাথেই থাকুন, অতি শিঘ্রই ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টিউন নিয়ে.
আমি Abdur Rahman Bikash "The A.R.B."। , Gazipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
It's IT master and also learner Abdur Rahman Bikash. Famous as "The A.R.B.".