সবাইকে আমার সালাম জানাই। আমি টেকটিউনসে নতুন কিন্তু টেক এর দুনিয়ায় পুরাতন।
আমি Abdur Rahman Bikash "The A.R.B.". আজকে আমি টেকটিউনসে প্রথম টিউন করছি। আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো।
যাই হোক, এবার মুল টিউনে আসা যাক।
অনেকেই বিভিন্ন সোস্যাল মিডিয়া সাইটগুলোতে বলে এই message টি বাকি ২০ বা
৫০ জন কে দিতে হবে তাহলে আজকের মধ্যে সুখবর
খবর পাবে! আর না দিলে তার তার অনেক বড় ক্ষতি হবে।
Like this::
`লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সাঃ), এই কালিমা ২০ জনকে পাঠান। আজকের মধ্যে ভালো কোনো সংবাদ পাবেন। আর যদি অবিশ্বাস করেন তাহলে আজকেই খারাপ কোনো সংবাদ পাবেন।
আমরা আসলে একটা ধর্মীয় ব্যাপার আমাদের কাছে আসলে সেটা যাচাই না করেই বিশ্বাস করে নিই। যার ফলে ধর্মের দোহাই দিয়ে অনেক কাজ
করা মানুষের সহজ হয়। আপনি হয়তো পাঠাতে
চাচ্ছেন না কিন্তু ঐ যে ধর্মের দোহাই, তার উপর
না পাঠালেও ক্ষতির কথা লেখা আছে। তাই আপনি
পাঠাতে বাধ্য হচ্ছেন। আসুন দেখি এ ব্যাপারে
ইসলাম কী বলে-
আমি আমার স্বল্প অভিজ্ঞতায় যত হাদীসের বই-
পুস্তক পড়েছি তা থেকেই বলব। আর আমি প্রসিদ্ধ
কিতাবসমূহের উপরই বিশ্বাসী। কারণ, মানুষ এখন
আল্লাহকে এত মাত্রায় ভুলে গেছে যে
হাদীসের বই সম্পাদন করতেও তাদের মনে
এতটুকুও দ্বিধা হয় না।
৭ দিনের মধ্যে আমি ভাল খবর পাবো এটা সেই
ব্যক্তি জানলো কিভাবে?
অথবা ৭ বছরের মধ্যেও ভাল খবর পাবো না এটাই বা
সে জানলো কিভাবে?
তাই সর্বশেষে বলতে চায় যে, এই রকম SMS বিশ্বাস
করা শিরক এবং আমল করা বেদাত এবং শেষ পরিনিতি ইমান হারানো!
এটা নিয়ে তো নেটে বর্তমানে নানান রকমের কীর্তিকলাপ চলছে.
আপনারা শেয়ার করে সবাইকে সচেতন করে তুলুন।
আমি Abdur Rahman Bikash "The A.R.B."। , Gazipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
It's IT master and also learner Abdur Rahman Bikash. Famous as "The A.R.B.".