১০ হাজারের নিচে সেরা তিনটি স্মার্টফোন

১০ হাজার টাকার নিচে আমরা অনেকেই ভালো মানে ফোন খুঁজি। তবে দিনশেষে আমাদের চাওয়ার সাথে আমাদের কল্পনার ফোন পেতে খুব বেগ পেতে হয়। কেননা আমরা সাধারণত এমন সব ফোন সামনে পাই, যা আমাদের প্রত্যাশা এর সাথে যায় না। ফোন কিনলেই হবেনা, সেই ফোনের বিক্রয়ত্তর সেবা কেমন তা নিয়েও ভাবতে ভাবে।

ফোনের ক্যামেরা কেমন, ১০ হাজার টাকা বাজেট হলে ফোনটিতে হালের জনপ্রিয় গেমস খেলা যাবে কিনা, এসব বিষয় খুবই গুরুত্ব রাখে। আজ ১০ হাজার টাকার নিচে ভালো স্মার্টফোন হিসেবে আপনাদের সামনে তুলে ১০ হাজার টাকার বাজেট রেঞ্জে ৩ টি বাজেট স্মার্টফোন, যা কিনা পরিপূর্ণ ভাবে আপনার প্রত্যাশা এর মূল্য রাখতে সক্ষম। আর আজকের আলোচিত তিনটি স্মার্টফোনেই আপনি পাবেন ১০ হাজার বাজেটের ভেতর সর্বোচ্চ ৩ জিবি র‍্যাম।

স্মার্টফোনগুলো হলোঃ

  1. প্রিমো আর৬
  2. প্রিমো এইচ৮ প্রো
  3. প্রিমো আরএক্স৭ মিনি

প্রিমো আর৬

চলুন লিস্ট এর প্রথমে জেনে নেই, প্রিমো আর৬ সম্পর্কে। প্রিমো আর৬ ওয়ালটন এর আর সিরিজের সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে জনপ্রিয় দারুন একটি স্মার্টফোন। এই স্মার্টফোনকে ব্যাটারি কিং বললে ভুল হবেনা, কেননা এতে আপনি পাবেন ৪০০০ এমএএইচ ব্যাটারি। আর এর অন্যতম আকর্ষণীয় একটি দিক এর পিছের রিয়ার ডুয়াল ক্যামেরা মডিউল। এর বাজারমূল্য ৯৫৯৯ টাকা।

এক নজরে প্রিমো আর৬

  • (১৩+২) মেগাপিক্সেল রিয়ার ডুয়াল ক্যামেরা মডিউল
  • ফ্রন্ট ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ARM Cortex-A55, ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ
  • ৬.০৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (ইউ নচ/ডট নচ)
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

প্রিমো এইচ৮ প্রো

বিগত কয়েক মাসে দেশীয় রিটেইল মোবাইল মার্কেটে যে স্মার্টফোনটি টপ সেলার, তার নাম হচ্ছে প্রিমো এইচ৮ প্রো। এর সাথে শক্তিশালী স্পেসিফিকেশন এর সাথে এটি বাজারের অন্যসব বাজেট লাইনআপের স্মার্টফোনকে খুব ভালভাবে টেক্কা দিতে সক্ষম হয়েছে। ৮৪৯৯ টাকায় দারুন ডিজাইন এর সাথে এটি হতে পারে আপনার পকেট গেমিং ফোন।

এক নজরে প্রিমো এইচ৮ প্রো

  • ডুয়াল সিম ৪জি সাপোর্ট
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৫.৭১ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৯ পাই সংস্করন
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৩৫২০ এমএএইচ ব্যাটারি

প্রিমো আরএক্স৭ মিনি

যারা বলেন দেশে ভালো স্মার্টফোন উৎপাদন হয়ই না; তাদের জন্য লিস্টের এই স্মার্টফোনটি হতে পারে মাথায় বারি স্বরূপ! ওয়ালটনের এই স্মার্টফোনটিকে বলা যায় বছরের শেষে এই বছরের সেরা বাজেট কিলার। স্মার্টফোনটি এর ৮৭৯৯ টাকায় যা স্পেসিফিকেশন অফার করছে, তা দেশি এবং বিদেশী কনো কোম্পানিই অফার করছেনা। স্মার্টফোনটির ডিজাইন, পারফর্মেন্স এবং কার্যক্ষমতা সবকিছুই এর দামের হিসেবে, পুরোপুরি পয়সা অসুল!

একনজরে আরএক্স৭ মিনি

  • ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম
  • ১৯ঃ৯ রেসিও সম্পন্ন ৫.৯ ইঞ্চি এইচডি+ আইপিএস ইনসেল ডিসপ্লে
  • মিডিয়াটেক হেলিও পি৬০, ১.৮ গিগাহার্জ অক্টাকোর চিপসেট
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি, টাইপ সি পোর্ট
  • ১৩ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

এইছিল ১০ হাজার টাকায় সেরা স্মার্টফোনের এবারের লিস্ট। এই স্মার্টফোন এর ভেতর কোনটি আপনার ভালো লাগলো। অবশ্যই নিচে মতামত আকারে জানাতে ভুলবেননা।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস