এন্ট্রি লেভেলের ফোন আনল ভিভো। একেবারে কমদামে পুষ্টিকর যাকে বলে। নাম Vivo U20। কিছু মাস আগেই ভিভো নিয়ে এসেছিল U10। দুটি মডেল পাওয়া যাবে এই সিরিজে। ৪জিবি/৬৪জিবি স্টোরেজের দাম ১০, ৯৯০ টাকা। ৬জিবি/৬৪জিবি স্টোরেজে দাম ১১, ৯৯০ টাকা। ২৮ নভেম্বর থেকে শুরু হবে এই ফোনের সেল।
অ্যামাজন এবং কোম্পানির ই-স্টোরে পাওয়া যাবে Vivo U20। লঞ্চ অফারে চটজলদি ১, ০০০ টাকার ছাড় পাওয়া যাবে। ছয় মাসের জন্য নো-কষ্ট EMI স্কিমে পাওয়া যাবে Vivo U20।
কী কী ফিচার পাবেন এই ফোনে?
প্রথমত, ইউএসপি হিসেবে যে যে ফিচার রয়েছে তা হল কমদামেই পেয়ে যাবে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৫০০০ mAh ব্যাটারি এবং ১৮ ওয়াটের ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি।
৬.৫৩ ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে থাকবে ২৩৪০x১০৮০ পিক্সেলের রেজোলিউশন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এর সঙ্গে থাকবে অ্যান্ড্রো ৬১২ জিপিইউ। অ্যান্ড্রয়েড ৯.০ পাই ও কোম্পানির নিজস্ব FunTouch OS 9 এ চলবে ফোনটি।
ক্যামেরা ফিচারে থাকছে, ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন। সঙ্গে ১৬ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা। উল্লেখ্য এত কম দামের ফোনেও থাকছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
আমি রবিউল ইসলাম শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।