বাজারে ‘আরএক্স৭ মিনি’ মডেলের ফোন আনছে ওয়ালটন। ফোনটি প্রি-অর্ডারে পুরস্কার হিসেবে মিলবে ক্যাশব্যাক। ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ফোনটির রেগুলার দাম ৮ হাজার ৭৯৯ টাকা। তবে প্রি-অর্ডারে মিলবে এক হাজার টাকার ক্যাশব্যাক। ইপ্লাজায় বিকাশ কিংবা ব্র্যাক ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩৯৯ টাকা ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে ফোনটির দাম পড়বে ৭ হাজার ৪০০ টাকা। স্মার্টফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চলবে। এতে ব্যবহৃত হয়েছে ১.৮ গিগাহার্জ গতির কর্টেক্স-এ৭৩ এবং এ-৫৩ অক্টাকোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৩ জিবি র্যাম এবং ৩২ গিগাবাইটের স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সেলফির জন্য সামনে রয়েছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। ফোনটি মিডনাইট পার্পল, মিডনাইট ব্লু ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে। চলতি মাসেই ফোনটি বাজারে আসবে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।