ক্ষুদ্র পুজিঁর ডিজিটাল ব্যবসা / চেষ্টাই সফলতা

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আপনি যদি নিজ শহর / এলাকায়- নতুন এবং ভিন্নধর্মী কোন ব্যবসার সন্ধান করে থাকেন.

তবে মাত্র ৪ থেকে ৫ হাজার টাকাই শুরু হতে পারে একটি ডিজিটাল ব্যবসা আর এটি করার জন্য বিশেষ কোন দক্ষতা না থাকলেও হবে। তবে প্রযুক্তি বিষয়ে একটু আগ্রহ আর সোল্ডারিং বা তাতাল এর ব্যবহার জানা থাকলে ভাল হয়।

বর্তমানে বাংলাদেশে আমদানীকৃত নতুন একটি পন্য বাজারে এসেছে এটি খুবই আকর্ষনীয়  কিন্তু এখনো কোন কোন স্থানে তেমন প্রসার ঘটে নি, কারন এটির বিক্রেতা শুধুমাত্র ঢাকা ও কিছু জেলা শহরগুলোতে রয়েছে আর বাজারে এটার প্রচুর চাহিদা রয়েছে। অনেকেই ঢাকা থেকেও অর্ডার করে কিনে থাকেন।

 

নিচে লক্ষ করুন নিশ্চয় অনেক প্রতিষ্ঠানের সামনে দেখে থাকবেন:

 

Lighting display

হ্যা ঠিকই ধরেছেন এটা একটা single color এল ই ডি আউটডোর ডিসপ্লে. দোকান বা প্রতিষ্ঠানের জন্য নজর কাড়া এল.ই.ডি ডিজিটাল সাইনবোর্ড। এটি 2MB Memory তে সকল ধরনের  ও ভাষায় লেখা display করতে সক্ষম। সাথে বিভিন্ন এনিমেশন ইফেক্ট তো আছেই।

lighting bangladesh

video link youtube 

moving display bangladesh

 

এবার আসুন display সম্পর্কে কিছু জানা যাক:

Display কালার  অনুসারে ২ প্রকার:

  1. Single Color  (দাম কম)
    এটি ৫ থেকে ৬ টি কালার রয়েছে। এটা শুধু  RED color
  2. RGB color (দাম বেশি)
    এটাতে যে কোন কালার যে কোন যায়গায় দেখানে যায়.

    বর্তমানে এটি কম্পিউটারে প্রোগ্রাম করে USB pendrive এর মাধ্যমে File লোড করে দিলেই চালু হয়ে যায়। পূর্বের কিবোর্ড পদ্ধতি এখন আর ব্যবহৃত হয় না বললেই চলে। এবার ব্যবসার লাভ-ক্ষতি নিয়ে জানা যাক:
    মুনাফা:-১। সাধারনত ২ ফিট এর একটি display তৈরি করতে  সর্বনিম্ন খরচ হবে ২০০০ টাকা।
    বিক্রয় মুল্য ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা। মুনাফা- ৫০০ থেকে ১০০০ টাকা। ২। আবার ৫ ফিট বাই ১ ফিট এর একটি display তৈরি করতে  সর্বনিম্ন খরচ হবে ৭৫০০ টাকা।
    বিক্রয় মুল্য ১০০০০/- টাকা থেকে ১২০০০/-  টাকা পর্যন্ত। মুনাফা হয় - ২৫০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত।
    অর্থ্যাৎ Display board যদি বড় হয় তবে তবে মুনাফাও বেশি হবে। কারনটা সমম্পুর্ন পড়লে বোধগম্য হবে আশা করি। এক কালিন প্রয়োজনীয় যন্তপাতি  খরচ। 
    ১. একটি মিনি ড্রিল  মেশিন, স্ক্রু ড্রাইভার, হেক্স ব্লেড, প্লায়ার্স, তাতাল, কাটার ইত্যাদি = খরচ = ৭০০/- টাকা থেকে ১৫০০ টাকা। ২. কভার বানানোর জন্য Plastic PVC শীট লাগবে - ১পিচ (5 ml)  এতে ৭ থেকে ৮ টি কভার বানানো যায়। বি: দ্র: প্রাথমিক অবস্থায় কভার বানানোর কাজটি আপনি যে কোন ওয়ার্কশপ থেকে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কোন টুলস কিনতে হবে না। বড় display বানানোর ক্ষেত্রে নির্ধারিত এলুমিনিয়াম থাই ব্যবহার করতে হবে। আর একটি কথা এই কাজটি করতে যদিও একটি কম্পিউটার দরকার পড়বে। তবে না থাকলে সমস্যা নাই আপনি যার কাছ থেকে Display Controller টি কিনবেন তার মাধ্যমে প্রয়োজনীয় লেখা প্রোগ্রাম করতে পারেন। আমি নিজেই উপরিউক্ত কাজের সাথে সম্পৃক্ত, পাইকারি ও খুচরা বিক্রয় করার সময় আমি কাষ্টমারের চাহিদা মাফিক প্রোগ্রাম সেট করে দেয়।
    তবে আপনার কম্পিউটার থাকলে বেশি কিছু জানতে পারবেন এবং সমস্যা দ্রুত সমাধান হবে।

     
    একটি Display তে যা যা থাকে
    . পাওয়ার সাপ্লাই একটি

    ২. Display Control Card একটি

    ৩. Display (Size – 1 Feet by 6 inchi)

    ধরুন আপনি একটি ডিসপ্লে বানাবেন যেটা চার (৪) ফিট লম্বাতাহলে আপনাকে চার টি Display part জোড়া লাগিয়ে তৈরি করতে হবে।

    আর এগুলো সেটআপ করা অনেক সহজ অনেকটা কম্পিউটার এর মাউস কিবোর্ড লাগানোর মতই।

     (হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর বিস্তারিত টিওটোরিয়াল ছবিসহ pdf  CD আকারে সঙ্গে থাকবে)
    প্রয়োজনে আমার প্রতিষ্ঠানে এসেও শিখতে পারবেন।

    . ফিটের একটি display বানাতে  কত খরচ হবে?.১ টি  Power Supply = 350 টাকা.control কার্ড দাম পড়বে- 380 টাকা

    এবং LED Display প্রতি পিচ -  550 টাকা  /// 3 পিচ x 550 = 1650 TK

    কভার বানাতে খরচ - 70 টাকা

    তার লাগবে - 10 টাকা

    স্কু লাগবে - 5 টাকা

    Total Cost মোট খরচ -  2465 টাকা

    বিত্রয় মুল্য 3500 থেকে 4500/- Taka
    মুনাফা- 1035 টাকা

    এখন যদি আপনি ৯ টি display লাগান মানে ৯ Feet লম্বা তবে খরচ অনেক কম হবে কারন Power supply আর Control Card একই থাকছে.

    আমরা সাধারণত 1100 থেকে 1400 টাকা পার ফিট খুচরা বিক্রি করে থাকি।

    এক মাসে যদি আপনি ১০ টি ডিসপ্লে সেল করতে পারেন আমার মনে হয় সেটাকে খারাপ বলা যায় না…

    আপনি ঘরে বসেও এই কাজটি করতে পারেন তার জন্য কোন দোকান না হলেও চলবে…শুধু একটু পরিচিতি দরকার.। আর Bikroy dot কম তো আছেই।

    আগ্রহী হলে আমার সাহায্য নিতে পারেন
    মো: আরিফুল ইসলাম (আরিফ)

    Email: [email protected]

    Mobile:  ০১৭৬-৮৮৮ ৫৫৫০
    Facebook  Profile
    My Youtbe channel
    Imo-  01768885550
    ধন্যবাদ.

    আমি আশা করছি এর পর Digital Clock  বানানোর টিউন করব।
    আমি নিজে যা করছি তাই আপনাদের বলছি এতে কোন সন্দেহ নেই।
    আর আমি জানি এতে আমার লাভ না হলেও ক্ষতি নেই।
    সবাই ভাল থাকবেন।

Level 3

আমি আরিফ মালিথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস