নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ গান প্রকাশিত খালিদ সঙ্গীতের ব্যানারে

সঙ্গীত লেখক, সুরকার মাহবুবুল এ খালিদের কথায় নিরাপদ সড়ক আন্দোলনের উপর একটি গান 'নিরাপদ সড়ক চাই'। ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস কে কেন্দ্র করে তিনি এই গানটি রচনা করেন। গানটি কম্পোজ করে ইমন সাহা। গানে শিল্পী হিসেবে ছিলেন কোনাল, সালমা আজিজ এবং ইমরান।  গানটি ওয়েলকাম টিউন হিসেবে মোবাইলে সেট করতে রবির গ্রাহকরা ডায়াল করুন *8466*777#। আর এয়ারটেল গ্রাহকরা ডায়াল করুন *788*777#। গানটি প্রকাশিত হয়েছে খালিদ সঙ্গীত এর ব্যানারে।

নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই
নির্বিঘ্নে পথ চলতে চাই
মায়ের ছেলে মায়ের কোলে
নিরাপদে ফিরতে চাই।

ও আমার চালক ভাই
আছে তোমার ছেলে তোমার ভাই
তারাও চলে একই পথে
পরতে পারে কোন গাড়ির তলে।
তুমি সাবধানে চালাও গাড়ি
ও আমার চালক ভাই
নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।

ও আমার যাত্রি ভাই
তোমার জ্ঞানে গুনে কম্‌তি নাই
সময় নিয়ে বেরোও পথে
তাড়াহুরার কি আছে ভাই।
নিয়ম মেনে চলবো পথে
দূর্ঘটনা ঘটবেনা তাই
নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।

যথাতথা থামবো না আর
পাল্লা দিয়ে চলবো না ভাই,
অতিরিক্ত যাত্রি হয়ে আর
কোন যানে চড়বো না তাই।
দুখের কান্না কাঁদবো না আর
ধৈর্য নিয়ে চলবো সবাই
ও চালক যাত্রি ভাই
এস সবাই মিলে দূর্ঘটনা এড়াই।

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/mahbubulakhalid

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস