ইংরেজিতে ভয় আর নয় হয়ে যান ইংরেজীতে বস Basic grammer part 1:verb

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি আপনারা সবাই ভালো আছেন☺। আমিও ভাল আছি। বর্তমানে খুব কম লোকই আছে যারা ইংরেজি এর কথা শুনলে ভয় পায় না 😰। এমন কি খুব ভাল বেসিক না জানা থাকলে ইংরেজি ভাষা খুবই দুষ্প্রাপ্য হয়ে উঠে বোঝার ও জানার ক্ষেত্রে। সো খুব ইত্তেজনার মধ্যে দিয়ে আজ আমি আপনাদের মাঝে আমার প্রথম টিউন শেয়ার করছে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে পোষ্টটিতে যাওয়া যাক।

সো আজ আমারা verb (ক্রিয়া) শিখব☺। verb কে ইংরেজি ভাষার প্রাণ ও বলা হয়ে থাকে।

#verb কি?

যে word কোন ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহার করা হয় তাকে verb বলে। কি মাথার উপর দিয়ে গেল?😧আরে টেনশিন নেন কেন আমি আছি তো😊। সোজা কথায় মনে রাখেন যে কোন কাজ করাই হলো verb। যেমন এই যে আপনি এখন বসে থেকে বা দাড়িয়ে থেকে ফোন 📲 এ আমার লেখা পড়ছেন এই বসে, দাড়িয়ে থাকাই তো verb।  যেমন : I eat rice. এখানে eat মানে খাওয়া। খাওয়া তো একটা কাজ।  এইটাই হলো verb।

#verb কত প্রকার?

Verb প্রধানত ২ প্রকার।
1.Finite verb 2.Non-finite verb

1.Finite verb: যে verb তার subject এবং tense অনুসারে পরিবর্তন করা যায় তাকে Finite verb বলে।
যেমনঃHe goes to school.
(এখানে go  verb কে তার subject অনুসারে পরিবর্তন করে es বসানো  হয়েছে)
বিঃদ্রঃ Finite verb তার subject অনুসারে (s, es, ies) এবং tense অনুসারে (ing, ed) পরিবর্তন হয়ে থাকে।

2:Non-finite verb: যে verb একা অর্থ সম্পন্ন করতে পারে না এবং তাকে অন্য একটি  verb এর সাহায্য নিতে হয় তাকে Non-finite verb বলে।
যেমনঃ I want to go there.
এখানে want একটা verb এবং go আরেকটা verb। তাই এখানে একটা verb অন্য একটি verb এর সাহায্য নিয়েছে অর্থ প্রকাশের জন্য।

আজ এই পযন্ত আশা করি আপনাদের সবার ভাল লেগেছে। যদি ভাল লেগে থেকে তাহলে লাইক, টিউমেন্ট করে পাশে থাকুন ☺😊😊 ধন্যবাদ😊😊😊

আর যদি আমার টিউন এ কোন ভুল ত্রুটি খুঁজে পান তা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবে

Level 0

আমি আল আকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস