বর্তমানে সবথেকে জনপ্রিয় গ্যাজেট হচ্ছে Smart Fitness Band
গত কয়েক বছর ধরেই সারা পৃথিবীব্যাপী পরিধানযোগ্য বিভিন্ন গ্যাজেটের জয়জয়কার। স্মার্টফোন, ট্যাবলেট-কম্পিউটারের সাথে পাল্লা দিয়ে স্মার্টওয়াচ, স্মার্ট-গ্লাস, স্মার্ট-জুতোর মতো পণ্যগুলো ধীরে ধীরে মূল ধারার প্রযুক্তি পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে। এমনকি বর্তমান বাজারে স্মার্ট-জুয়েলারির সন্ধানও পাওয়া যায়। তবে হলফ করে বলা যায় এসব পরিধানযোগ্য গ্যাজেটের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত পণ্য হচ্ছে ফিটনেস ব্যান্ড বা ফিটনেস ট্র্যাকার! স্বাস্থ্য সচেতন হয়েই হোক কিংবা শুধু ফ্যাশনের জন্য, ফিটনেস ব্যান্ড তৈরিতে অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাং, হাওয়াই ছাড়াও বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর যেভাবে গুরুত্বের সাথে উঠেপড়ে লেগেছে তাতে সহজেই বোঝা যায়, পৃথিবীব্যাপী প্রায় সর্বস্তরের জনগণের কাছে এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। ফিটনেস ব্যান্ড ব্যবহারকারীর হাঁটার প্রতিটি পদক্ষেপ, ঘুমের পরিমাণ, হার্ট রেট পরিমাপ করে পরিবেশের তাপমাত্রার সাথে শরীরের তাপমাত্রার পার্থক্য পরিমাপ করে ব্যবহারকারীকে উপযুক্ত তাপমাত্রা সুপারিশ করে, প্রায় সব রকমের কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহাল থাকে এবং সে অনুযায়ী ব্যবহারকারীকে স্বাস্থ্য-বার্তা দিয়ে সহযোগিতা করে
ফিটনেস ব্যান্ড এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেন
এটির মাধ্যমে একদিকে যেমন আপনি Smart Digital ঘড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন, অন্যদিকে ফিটনেস সম্পর্কে অনেক তথ্যও জানতে পারবেন
মোবাইলের কল এসএমএস নোটিফিকেশন
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনষ্ট্রাগ্রাম নোটিফিকেশন
এলার্ম
স্টেপ কাউন্ট
ক্যালরী হিসাব
রক্তচাপ পরীক্ষা
ডায়বেটিস পরীক্ষা
Sleeping মনিটর
মোবাইল লোকেটর
ম্যাপসহ আরও অনেক সুবিধা
এবার বলি দাম নিয়ে
বর্তমান বাজারে শাউমি, হুয়াওয়ে, এমাজফিট সহ অনেক ফিটনেস ব্যান্ড পাওয়া যাচ্ছে যেগুলোর দাম ১৫০০-১৮০০০ টাকা
যা অনেকের সাধ্যের বাইরে
যারা স্বল্প মূল্যে ফিটনেস ব্যান্ড এর স্বাদ নিতে চান তারা নিতে পারেন M3, M4 Smart Band
এটি অবিকল Xiaomi Mi Band 3 এবং Band 4 এর মত দেখতে, এবং এর প্রায় সকল ফিচারই এগুলোর মধ্যে পাবেন
M3 Smart Band এর দাম ৩০০ টাকা এবং M4 Smart Band এর দাম ৪৫০ টাকা
যারা কিনতে চান তারা এখানে ক্লিক করে অর্ডার করতে পারেন
আমি মাহমুদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।