Photo ও Signature কে নির্দিষ্ট পিক্সেলে নির্দিষ্ট সাইজ করুন

ফটো এবং সিগনাচার সাইজ :
আবেদন করার আগে আবেদনকারীর ফটো এবং সিগনাচার স্কেন করে নিতে হবে। ফটোর সাইজ ৩০০*৩০০ পিক্সেল। আর সিগনাচারের সাইজ ৩০০*৮০ পিক্সেল।

চাকুরির আবেদন করার জন্য ফটো এবং সিগনাচার এর সাইজ কত দিতে হয়? এবং সহজেই নিজে নিজে কিভাবে ফটোশপের মাধ্যমে ফটো ও সিগনাচার সাইজ করবেন, তা আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে জানতে পারবেন। আমাদের মধ্যে যারা বেকার আছি, তারা বিভিন্ন ধরনের চাকুরির জন্য আবেদন করে থাকি। এর জন্য আমাদেরকে কম্পিউটারের দোকানে যেতে হয় এবং প্রত্যেকটি আবেদনের জন্য কতগুলো টাকা দিতে হয়। তো এই আবেদন যদি নিজে নিজে করি তাহলে তো মন্দ নয়। যেকোনো আবেদন করতে প্রথমে আবেদনকারীর ছবি ও সিগনাচার প্রয়োজন হয় এবং এগুলোর নির্দিষ্ট পরিমাপও রয়েছে। তো আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে ঐ ফটো এবং সিগনাচারের সাইজ কত এবং ফটোশপের মাধ্যমে কিভাবে তা করতে হয় তা জানবো। তো চলুন বেশি কথা না বলে আজকের টিউটোরিয়ালটির বিষয়বস্তু কিছু স্ক্রিনশটসহ দেখে নেই।

সাইজ করার প্রক্রিয়া :
ফটো সাইজ করার জন্য অ্যাডোবি ফটোশপ অপেন করে আবেদনকারীর একটি ফটো নিন।

বিঃ দ্রঃ অনলাইনে যেকোনো চাকুরির আবেদনের ক্ষেত্রে বেশিরভাগই ফটো এবং সিগনাচারের সাইজ উপরোল্লিখিত মাপেই হয়ে থাকে। দু'একটা হয়তো অন্যরকম মাপ বা সাইজের হয়।

বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন :

Level 3

আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস