ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম করা- অনেক উপায়ের মধ্যে একটি। আপনার লিখতে ভাল লাগলে, এ সেক্টরে সফল হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু সাফল্যের শেষ সিঁড়িটা দেখতে হলে, আপনাকে অবশ্যই প্রথমদিকে ধৈর্য ধরে সততার সাথে কিছুদিন হার্ড-ওয়ার্ক করতে হবে, লেগে থাকতে হবে। মোটিভেসন দেয়ার জন্য এই লেখাটা না, তারপরেও বলি- "যে প্লাট-ফর্মটা দাঁড় করাতে পারলে সারাজীবন বসে খাবেন, তার জন্য এই একটা বছর দাঁতে দাঁত কামড়িয়ে না খাটুনি করলে কি হবে, ভাই?"
পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন, আশা করি উপকৃত হবেন।
দুটি জনপ্রিয় ফ্রি ব্লগিং প্লাট-ফর্ম হচ্ছে,
তো আপনি কোন প্লাট ফর্মটি বেছে নিবেন?
অধিকাংশ মানুষই কনফিউজড থাকে যে তারা wordpress চুজ করবে না blogger! আমি এই প্লাট-ফর্ম দুটি নিয়ে একটু আলোচনা করব- যাতে আপনি খুব সহজেই বেছে নিতে পারেন, আপনার জন্য কোনটা ভাল?
যাই হোক, তাহলে বুঝতে পারছেন ফ্রি ব্লগিং সাইট থেকে ইনকাম করতে চাইলে 'ব্লগারেই' সেরা। কারণ-
কিভাবে আয় করবেন?
[Note: এই প্লাট-ফর্মে থেকে টাকা ইনকাম করতে HTML/CSS বা কোডিং জানার তেমন কোনো প্রয়োজন নেই, তবে হালকা একটু জানা থাকলে সুবিধা পাবেন]
আপনার জন্য আমার শুভ কামনা ও দোয়া থাকল। যে উদ্দেশ্য নিয়ে আমার এই পোস্টটি পড়তে আসলেন, আল্লাহ যেন আপনার সে উদ্দেশ্যটা পূরণ করেন। ্মনে রাখবেন, LIFE IS TOO SHORT TO DO. তাই, সময় নষ্ট না করে এখন থেকে শুরু করেন।
Thank You.
আমি মজনু মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।