আপনিও ফ্রি ব্লগিং করে আয় করুন- আরম্ভকারীদের জন্য

ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম করা- অনেক উপায়ের মধ্যে একটি। আপনার লিখতে ভাল লাগলে, এ সেক্টরে সফল হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু সাফল্যের শেষ সিঁড়িটা দেখতে হলে, আপনাকে অবশ্যই প্রথমদিকে ধৈর্য ধরে সততার সাথে কিছুদিন হার্ড-ওয়ার্ক করতে হবে, লেগে থাকতে হবে। মোটিভেসন দেয়ার জন্য এই লেখাটা না, তারপরেও বলি- "যে প্লাট-ফর্মটা দাঁড় করাতে পারলে সারাজীবন বসে খাবেন, তার জন্য এই একটা বছর দাঁতে দাঁত কামড়িয়ে না খাটুনি করলে কি হবে, ভাই?"

পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন, আশা করি উপকৃত হবেন।

দুটি জনপ্রিয় ফ্রি ব্লগিং প্লাট-ফর্ম হচ্ছে,

  1. Blogger
  2. WordPress.com

তো আপনি কোন প্লাট ফর্মটি বেছে নিবেন?

অধিকাংশ মানুষই কনফিউজড থাকে যে তারা  wordpress  চুজ করবে না  blogger!  আমি এই প্লাট-ফর্ম দুটি নিয়ে একটু আলোচনা করব- যাতে আপনি  খুব সহজেই বেছে নিতে পারেন, আপনার জন্য কোনটা ভাল?

  • সবচেয়ে বড় কথা- আপনি ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না। কারণ ওয়ার্ডপ্রেস সাইট আউনার আপনার সাইটে এড শো করাবে, এন্ড You are not allowed to put custom ads on your website.
  • ব্লগার, সাধারণত শুধুমাত্র ব্লগ তৈরি করার জন্য ব্যবহার করা হয় কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে প্রায় যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন (কিন্তু, ফ্রি প্লানে আপনি প্লাগ ইন ব্যবহার করতে পারবেন না)
  • ব্লগার ডোমেইন নেম প্রোভাইড করে না, শুধু সাব-ডোমেইনই! আপনি চাইলে অন্য কোনো প্লাট ফর্ম থেকে পরে ডোমেইন নেম রেজিস্টার করতে পারবেন। অপরদিকে ওয়ার্ডপ্রেস.কমে তাদের নিজস্ব প্লাট-ফর্মে ডোমেন-হোস্টিং কিনতে পারবেন।

যাই হোক, তাহলে বুঝতে পারছেন ফ্রি ব্লগিং সাইট থেকে ইনকাম করতে চাইলে 'ব্লগারেই' সেরা। কারণ-

  • ব্লগার একদম ফ্রি ব্যবহার করতে পারবেন ও
  • ব্লগ ম্যানেজ করা খুব সহজ
  • খুব সহজেই লোকজন আপনার ব্লগ খুঁজে পাবে।

কিভাবে আয় করবেন?

  •  সর্বপ্রথম আপনার একটি ব্লগার একাউন্ট থাকে হবে। কিভেবে খুলবেন?  Click Here  না পারলে- প্রেমিকা গুগলকে বলেন, "how to create a free blog on blogger". দেখবেন সে হেল্প করবেই।  রণে-বনে-জংগলে যেখানেই পড়িবেন আল্লাহ এর পরে  ;গুগলকে' স্মরণ করিবেন।
  • আপনার ওয়েবসাইটের ঠিকানা "www.yoursitename.blogspot.com" এরকম ফর্মেটের দেখতে হবে।
  •  আপনি যে-টপিকে লিখতে ভালবাসেন-সেটা নিয়ে লিখতে থাকেন। পরে, একসময় থিম কাস্টমাইজ করে নিবেন এবং ডোমেইন-হোস্টের একটা ব্যবস্থা হয়ে যাবে।
  • আপনার সাইটে প্রতিমাসে ৬-৭ হাজার ভিজিটর আসলে, আপনার সাইটে এড শো করানোর জন্য google adsense এ apply করে ফেলেন। গুগল আপনার সাইটের প্রেমে পড়লে ad শো করাবে আর বিনিময়ে আদর দিতে থাকবে।
  • আর আপনি ভাল হলে (মানে, কপি ছাড়া ভাল মানের কন্টেন লিখতে পারলে) ব্রেক-আপ হওয়ার সম্ভবনা খুবই কম, সারাজীবন সে আদর করে যাবে- বুড়া হলেও! তাই, গুগলের সাথেই প্রেম করার চেষ্টা করেন, ভাই।

[Note: এই প্লাট-ফর্মে থেকে টাকা ইনকাম করতে HTML/CSS বা কোডিং জানার তেমন কোনো প্রয়োজন নেই, তবে হালকা একটু জানা থাকলে সুবিধা পাবেন]

আপনার জন্য আমার শুভ কামনা ও দোয়া থাকল। যে উদ্দেশ্য নিয়ে আমার এই পোস্টটি পড়তে আসলেন, আল্লাহ যেন আপনার সে উদ্দেশ্যটা পূরণ করেন। ্মনে রাখবেন, LIFE IS TOO SHORT TO DO. তাই, সময় নষ্ট না করে এখন থেকে শুরু করেন।

Thank You.

Level 0

আমি মজনু মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস