কিভাবে সফল মানুষ হবেন? 6 টি রুল ফলো করলে, আপনিও হবেন একজন সফল মানুষ

কিভাবে সফল মানুষ হবেন?

Hello, Friends.

6 টি রুল ফলো করলে, আপনিও হবেন একজন সফল মানুষ।

1.  সাফল্যের প্রথম সূত্র হলো,

লক্ষ্য খুঁজে বের করুন এবং তার পিছনে লেগে থাকুন।

2. কখনোই নিজেকে ছোট ভাববেন না, বিশাল ভাবুন আর নিজেকে ভালবাসুন।

3. পাছে লোক কিছু বলবেই, কিন্তু তাদের কথায় কোনো কান দিবেন না। কারণ তারা হিংসে করে বলবে, "অসম্ভব! তোমাকে দিয়ে হবে না"। অর্থাৎ  নিজের মন ও ইমোশনের মাধ্যমে নিজেকে চালানোর সাহস রাখবে। আজ যারা আপনাকে নিয়ে কথা বলবে, কাল সাফল্য পেলে তারাই আপনাকে নিয়ে মাতামাতি করবে।

4. একদিনে গাছ থেকে ফুল হয়ে  ফল ধরে না। তাই প্রতিদিন ছোট ছোট টার্গেট সেট করে, সেটা শেষ করেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, "Life is too short to do"

5. লেগে থাকেন। কারণ- মানুষ যে জন্য পরিশ্রম করবে সে তাই পাবে। (আল কুরআন)

6. মানুষকে সবসময় হেল্প করার চেষ্টা করেন।

আপনি যদি এই ৬ টা রুলস জীবনে মেনে চলেন, তাহলে সফল হওয়ার দিন আর খুব বেশি দূরে নয়। আপনার জন্য শুভ কামনা রইল, আল্লাহ যেন আপনার মনের সকল আশা পূরণ করেন।

চাইলে ভিডিওটি দেখতে পারেন।

 

Level 0

আমি মজনু মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস