এন্ড্রয়েড মোবাইলকে নতুন সাজে সজ্জিত করতে লঞ্চারের কোন জুড়ি নেই। আমি আপনাদের সাথে এমন কিছু লঞ্চারের পরিচয় করিয়ে দিব যাতে আপনার মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা হলেও ভিন্নতা এনে দেবে।
মাইক্রোসফ্ট লঞ্চার :
অ্যান্ড্রয়েডের জন্য টেক জায়ান্ট মাইক্রোসফট এর অফিশিয়াল লঞ্চার। এতে আপনি কাস্টমাইজ এর অনেক অপশন পাবেন।
ডাউনলোড মাইক্রোসফট লঞ্চার
লনচেয়ার লঞ্চার :
এর সাইজ খুবই কম। লো কনফিগারেশনের মোবাইলেও ব্যবহার করতে পারেন।
ডাউনলোড লন চেয়ার লঞ্চার
পোকো লঞ্চার :
শাওমি কোম্পানির একটি অফিশিয়াল অ্যাপ। এর ইউজার ইন্টারফেস অনেকটা গুগলের পিক্সেল লঞ্চারের মত।
ডাউনলোড পোকো লঞ্চের
নোভা লাঞ্চার :
অনেক পুরনো একটি লঞ্চার কিন্তু এখনও বহুল ব্যবহৃত। প্লে স্টোরে এই লঞ্চারের রেগুলার আপডেট পাবেন।
ডাউনলোড নোভা লঞ্চের
নিগারা লঞ্চার :
ভিন্নমাত্রার ব্যবহারের অভিজ্ঞতা পেতে ইন্সটল করতে পারেন এই লঞ্চার।
ডাউনলোড নিগারা লঞ্চার
আমি আবদুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।