পানি নিয়ে কিছু মজার তথ্য

Level 6
merkating, pure water, House.21 Azampur kancha Bazer, Shah Kabir Mazar Rd, Dhaka 1230

পানি নিয়ে কিছু মজার তথ্য
=
বলুন তো? আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদানটি কী? ‘সবথেকে প্রয়োজনীয়’ বলতে গেলে আশাকরি। কতোভাবেই না আমরা পানি অপচয় করছি। আসুন পানি নিয়ে কিছু মজার তথ্য জানিঃ

● আমাদের দেহের প্রায় ৮০ ভাগই পানি।

● পানি ‘অপচয়’ করার আগে একটু ভেবে দেখবেন। আমরা জানি এই পৃথিবীর ৩০ ভাগ স্থল ও ৭০ ভাগ পানি।

● কিন্তু আপনি এটা কি জানেন? পৃথিবীর ১০০ ভাগ পানির মাত্র ১ ভাগ আমাদের ব্যবহার উপযোগী?

● পাঠক, আপনার কাছে আরও সহজবোধ্য করার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে। পৃথিবীর সমস্ত পানিকে যদি একটি ৪ লিটারের জগে রাখা যায়, তাহলে তার কতোটুকু আপনার পান করার উপযোগী বলে মনে হয় আপনার কাছে? আপনার জন্য কিন্তু মাত্র ১ টেবিল চামচ পানি বরাদ্দ থাকবে!

● এটা আমরা সবাই জানি, তারপর বলছি যে, পানি ছাড়া কৃষিকাজ সম্ভব নয়।

● জেনে অবাক হবেন, পৃথিবীর ৯৭ ভাগ পানি লবণাক্ত। একেবারেই খাবার অনুপযোগী।

● প্রতি সেকেন্ডে খাদ্য উৎপাদনের জন্য কতোটা পানি খরচ হয়, সে ব্যাপারে কোন ধারণা আছে কি? খাদ্য উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে প্রায় ২০০, ০০০, ০০০ লিটার পানির প্রয়োজন হয়।

● আপনি যদি উন্নত বিশ্বের নাগরিক হয়ে থাকেন, তবে আপনার দৈনন্দিন কাজে প্রায় ১৫০ লিটার পানি ব্যবহার করছেন। আর আপনি যদি উন্নয়নশীল দেশের নাগরিক হয়ে থাকেন, আপনি প্রতিদিন ব্যবহার করছেন প্রায় ১০০ লিটার পানি।

● আমাদের চারপাশে এতো পানির উৎস। সাগরের কাছে গিয়ে চোখ মেলে তাকালে যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। কিন্তু সমুদ্র বাদে পৃথিবীর মোট পানির৬৯ ভাগ কিন্তু রয়েছে বরফের রাজ্য এন্টার্কটিকা মহাদেশে।

● আমরা তো কতো কাজেই পানি ব্যবহার করি। কিন্তু আপনি জানেন কি? আপনি সারাদিনে যতটা পানি ব্যবহার করেন, তার অর্ধেকের বেশি (প্রায় ৬৩ ভাগ) চলে যায় আপনার গোসল এবং টয়লেট করার কাজে!

● ইউরোপ, আমেরিকাতে অনেকে পানির থেকে বিয়ার বেশি পান করে থাকেন।

● আপনার কি জানা আছে? মাত্র ১ পিন্ট বা ৪৭৩ মিলিলিটার বিয়ার প্রস্তুত করতে অন্তত ১৭০ লিটার পানির প্রয়োজন হয়।

● আমরা অনেকেই দাঁত ব্রাশ করার সময় পানির কলটি ছেড়ে দিয়ে ব্রাশ করতে থাকি। কিন্তু আপনি জানেন কি? ব্রাশ করার সময় আপনি যদি মাত্র ১ মিনিটও পানির কলটি বন্ধ রাখতে পারেন, তাহলেও আপনি প্রায় ৬ লিটার পানি সংরক্ষণ করতে পারবেন।

● বাতাসের চাইতে পানির নিচে শব্দের গতি ৫ গুণ বেশি।

● অভ্যন্তরীন পানি ব্যবহারের শতকরা ৩৫ শতাংশই ব্যবহূত হয় টয়লেটে।

● আইসবার্গের বা ডুবো বরফের পাহাড়ের শতকরা ৯০ ভাগই থাকে পানির নিচে।

● যেকোনো স্পঞ্জ গরম পানির চাইতে অধিক পরিমাণে ঠান্ডা পানি ধারণ করতে পারে।

● পানি যখন বরফে পরিণত হয় তখন তা শতকরা ৯ ভাগ পর্যন্ত প্রসারিত হতে পারে।

● জিরাফ এবং ইঁদুর উটের চাইতে বেশি সময় পানি ছাড়া বাঁচতে পারে।

● আমাদের শরীর এক শতাংশ পানি হারালেই আমরা তৃষ্ণার্ত অনুভব করি।

● নায়াগ্রা জলপ্রপাতের পানি দিয়ে প্রতি সেকেন্ডে চার হাজার বাথটাব পানিপূর্ণ করা যাবে।

● শসার মধ্যে ৯৬ শতাংশই হলো পানি।

সৌজন্যেঃ বিবার্তা

Level 6

আমি মামুন রহমান। merkating, pure water, House.21 Azampur kancha Bazer, Shah Kabir Mazar Rd, Dhaka 1230। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://purewater.com.bd/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস