ওয়েব ডিজাইন শিখার সবচেয়ে সহজ টিউটোরিয়াল বাংলা পার্ট-১

”আশাকরি আজকের টিউটোরিয়াল।

আমাদের এই টিউটোরিয়ালে আমরা যা যা শিখবো।

* HTML টিউটোরিয়াল।

* HTML CSS টিউটোরিয়াল।

* JAVASCRIPT টিউটোরিয়াল।

* PHOTOSHOP টিউটোরিয়াল।

প্রথমে আমরা শিখবো HTML টিউটোরিয়াল। তার আগে আমরা জেনে নেই  HTML কাকে বলে?

HTML (এইচটিএমএল) হচ্ছে Hyper Text Markup Language. অর্থাৎ এইচটিএমএল হল ওয়েব পেজ তৈরির জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা। এইচটিএমএল মার্কআপ ব্যবহার করে একটি ওয়েব পেজের মূল কাঠামো তৈরী করা হয়। এইচটিএমএল এটি কোন প্রোগ্রামীং ভাষা নয় তবে, জাভাস্ক্রীপ্ট, পিএইচপি সহ ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার হয় এমন সকল প্রোগ্রামিং ভাষাগুলি এইচটিএমএল নিয়েই অধিকতর ব্যবহার হয়ে থাকে৷ তাই প্রোগ্রামীং শিখার আগে এইচটিএমএল এর সকল ট্যাগ, এলিমেন্ট, এবং এট্রিবিউট গুলি ভাল করে শিখে নেওয়া আবশ্যক৷
এইচটিএমএল দিয়ে আপনি সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই টিউটোরিয়াল গুলিতে আমরা এইচটিএমএল এর সব কিছু ভাল ভাবে বুঝাবার চেষ্টা করেছি। আর্টিকেল পড়ে আপনি যদি পূর্ণাঙ্গ বুঝতে নাও পারেন তাহলে প্রত্যেক আর্টিকেলের কোড উদাহরণের নিচে একটি ভিডিও লিংক দেওয়া আছে। ভিডিও দেখে আরো সহজ এবং বিস্তারিত ভাবে বুঝে নিতে পারবেন। প্রত্যেক ভিডিও এর নিচে টেক্স এডিটর এবং লাইভ ফলাফল দেখার সুযোগ রয়েছে। আপনি নিজের মত করে চর্চা করতে পারবেন।
এইচটিএমএল শেখা সহজ এবং মজার। প্রথম প্রথম বুঝতে একটু কঠিন মনে হলেও আসলে কিন্তু অনেক সহজ। আমরা কম্পিউটার কিংবা মোবাইলে বিভিন্ন গেইম খেলে থাকি৷ এইচটিএমএল দিয়ে আপনি যখন দু'একটি ডেমু বানাবেন তখন এসবের মাঝে গেইম খেলার চেয়েও বেশি মজা পাবেন। আপনি এটি উপভোগ করুন এবং আত্ববিশ্বাস নিয়ে এগিয়ে যান। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

https://www.youtube.com/watch?v=MfS5nRhu8-4

আমাদের ইউটিউব চ্যানেলে আসুন। https://bit.ly/2ZxgkPA

 

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস