দেশে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে সরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক আজ বলেছেন, সরকার দেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে।

তিনি বলেছেন, “বাস্তুসংস্থান গঠনের জন্য সরকার সহায়তা দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে যে কোনও স্টার্টআপে ১০ লক্ষ টাকা এবং পরবর্তী পর্যায়ে এক থেকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে”।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি রাজধানীর আগারগাঁও এলাকার আইসিটি টাওয়ারে ‘সি লাভস টেক বাংলাদেশক’ আয়োজিত ‘গ্লোবাল উইমেন কম্পিটিশন সিরিজ-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পলক বলেন, “বাংলাদেশসহ বিশ্বে এখনও নারী উদ্যোক্তার সংখ্যা খুব কম, যা মাত্র নয় শতাংশ। ডিজিটাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে যাতে নারী-পুরুষ সকলেই সুবিধা পেতে পারে”।

প্রতিমন্ত্রী আরও বলেন, “এ বিভাগ সারাদেশে বিভিন্ন জেলাতে ২৮ টি হাই-টেক পার্ক এবং ইনকিউবেশন কেন্দ্র স্থাপনে কাজ করছে”।

আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মুজিবুল হক এবং বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ জেবিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

Level 3

আমি ইমরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস