ডেক্সটপ এর তুলনায় ল্যাপটপ অনেক ছোট হওয়ার কারনে এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। হয়তো আপনিও সারা বছরের জমানো টাকায় বাজেটের মধ্যে এবার একটা মনের মতো ল্যাপটপ কেনার কথা ভাবছেন। কিন্তু বাজারে এতো এতো মানের ল্যাপটপ আছে যেখান থেকে আপনার কাঙ্খিত ল্যাপটপটি খুঁজে বের করাই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই ল্যাপটপ কেনার পূর্বে এ বিষয়ে জেনে নিন কিছু তথ্য।
প্রথমেই ঠিক করুন ঠিক কি কাজে আপনি ল্যাপটপটি কিনছেনঃ
স্ট্যান্ডার্ড ল্যাপটপঃ সাধারণ কাজে ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড ল্যাপটপ কেনাটাই ভাল। এক্ষেত্রে কোর আই থ্রি প্রসেসর, ১৪ ইঞ্চি স্ক্রিন, ২ জিবি র্যামের ল্যাপটপই যথেষ্ট।
বিজনেস ল্যাপটপঃ যদি ব্যবসায়িক কাজে ল্যাপটপ কিনতে চান তাহলে কম ওজনের ছোটখাটো আলট্রাবুক কেনাই ভাল। ল্যাপটপের ওজন ১.৫ কেজির নিচে হলে ভালো হয় এবং ব্যাটারি ব্যাকআপ যেন ৬ ঘণ্টার উপর হয়। কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি র্যাম, এসএসডি স্টোরেজ এবং ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ কেনার চেষ্টা করুন।
গেমিং ল্যাপটপঃ যদি গেম খেলার জন্য উপযুক্ত ল্যাপটপ খোঁজেন তাহলে কোর আই সেভেন প্রসেসর, ১৭ ইঞ্চি স্ক্রিন, ৮ থেকে ১৬ জিবি র্যাম, এসএসডি অথবা হাইব্রিড স্টোরেজ এবং ৪ - ৮ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এমন ল্যাপটপ কেনার চেষ্টা করুন।
দাম সম্পর্কে জানুন ল্যাপটপ মূল্য ২০১৯
আমি রিফাত রায়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।