এই টিউনে ক্যারিয়ার বিল্ড-আপ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আর্টিকেল টি সম্পূর্ন পড়ার জন্য পর্যাপ্ত সময় ও মনোযোগ রেখে তারপর পড়ুন।
মনে রাখুন, "অল্প বিদ্যা ভয়ংকরী"
আমি চাইনা আমার লেখা পড়ে কেউ ভয়ংকর শিক্ষা অর্জন করুক!
তো চলুন শুরু করা যাক ;
চাকরি ও প্যাশন এর পার্থক্য
একসময় আমাদের অবস্থা এমন ছিলো যে, জন্মের আগেই অনেকে ঠিক করে রাখা হতো ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে ইত্যাদি ইত্যাদি.!
আর ইচ্ছে-আগ্রহ না থাকার পরও সেই বিষয়ের উপর পড়াশোনা করা লাগতো।
বর্তমানে আমরা অনেকাংশে উন্নত হলেও কিছু ভ্রান্ত ধারনা সমাজের মধ্যে রয়েই গিয়েছে!
চাকরি অথবা সরকারি চাকরির প্রতি মানুষের আকর্ষণ বেশি।
আপনি যখন কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে যাবেন তখন দেখবেন সবাই বলবে,
এই লাইন এ পড়ে চাকরি হবে তো?
সরকারি চাকরি যাতে হয় সেই ভাবে পড়াশোনা করো.
আরো কত কি!
তারা আপনাকে চোখে আংগুল দিয়ে আপনার দূর্বলতা গুলো দেখিয়ে দিবো,
আপনার ব্রেইন ওয়াস বোঝাবে আপনি কত ছোটো, কত দূর্বল!
সবশেষে আপনাকে কোনো কোম্পানির গোলাম বানিয়েই ছাড়বে।
একটি বানরের সামনে যদি একটি কলা আর ১০০ টাকার নোট রেখে বলা হয় তুমি কোনটি নিবে?
বানরটি অবশ্যই কলা নিবে।
তেমনি যুব সমাজের মাঝে যদি চাকরি আর ব্যবসা ছেড়ে দিয়ে বলা হয় তুমি কোনটা নিবে?
যুবসমাজ অবশ্যই চাকরিই নিবে, এমন কি আপনিও চাকরিই বেছে নিবেন।
কারণ বানর না জানে না যে ১০০ টাকা দিয়ে অনেক কলা কেনা যায়, তেমনি যুব সমাজও জানে না যে একটি ব্যবসা দিয়ে অনেক জনকে চাকরি দেওয়া যায়।
- জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা)
চাকরির আশায় বসে থাকলে কোনোদিন বিল গেটস, মার্ক জুকারবার্গ তৈরি হতে পারতো না।
সৃষ্টিকর্তা আমাদের সকলের মাঝেই কোনো না কোনো ট্যালেন্ট দিয়ে সৃষ্টি করেছেন।
আপনার মাঝে থাকা সেই ট্যালেন্ট এবং ভালোলাগার কাজটিই হলো প্যাশন।
প্যাশন হলো আপনি যেই কাজ করতে ভালোবাসেন সেই কাজকে ব্যাবসায়িক ভাবে কাজে লাগিয়ে স্ব-নির্ভর হওয়া!
অবশ্যই নিজের কোনো ব্যাবসায়িক আইডিয়া নিয়ে কাজ করতে গেলে প্রথম অবস্থায় বাধা আসবে!
ধৈর্য্য না থাকলে কোনো কাজেই সফল হওয়া যাবে না।
“আজ খারাপ দিনগেছে, কাল আরও খারাপ যাবে, কিন্তু হাল ছেরো না, তারপরের দিন নতুন সূর্য উঠতে পারে”
-জ্যাক মা (প্রতিষ্ঠাতা, আলিবাবা)
যখন ব্যাবসা শুরু করবেন তখন আপনার অনেক প্রতিদ্বন্দি আগে থেকেই থাকবে, আবার নতুন করেও প্রতিদ্বন্দি তৈরি হবে।
কিন্তু আপনার নিজের ভালো লাগা থেকে করা কাজ এবং অন্যের ব্যাবসা করার উদ্দেশ্যে করা কাজের মধ্যে অনেক পার্থক্য থাকবে।
একটা প্রবাদ আছে.
Passion Will Kill Your Competitor
এখন প্রশ্ন হচ্ছে প্যাশন কি?আপনার প্যাশন কিভাবে খুঁজে বের করবেন?
প্যাশন খুঁজে বের করতে পারলে খুব সহজ না না খুঁজে বের করতে পারলে খুব কঠিন,
এর পরের টিউনে প্যাশন খুঁজে বের করা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।
সবার লাইফ এ একটা লক্ষ/উদ্দেশ্য থাকা দরকার!
আমি এখানে এটা বলছিনা যে চাকরি করা বাদ দিয়ে সবাই ব্যাবসা করো!
এই টিউন শুধু তাদের উদ্দেশ্যে লেখা যাদের মধ্যে নতুন ও ভিন্ন কিছু করার ইচ্ছা আছে, আর যাদের নিজের কোনো কিছু হবার স্বপ্ন নেই তারা চারকিই বেঁছে নিবে!
এতক্ষণ মনোযোগ দিয়ে সম্পুর্ন টিউন পড়ে থাকলে আমার মনে হয় সত্যিই আপনি আপনার প্যাশন নিয়ে সফল হতে পারবেন!
এতক্ষন অনেক কথা বললাম, ভুল ত্রুটি থাকতেই পারে,
ছোটো ভাই হিসাবে মাফ করে দিয়ে টিউমেন্টে আমার ভুল ধরিয়ে দিন।
আমার ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই🙂
আপনার ভবিষ্যৎ এর জন্য শুভকামনা রইল!
প্রথম প্রকাশিত:- https://anpwiki.com (My Website)
ধন্যবাদ ❤
আমি আল আমিন ইসলাম আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।