এবার এল ওয়ালটনের নতুন বাজেট কিলার স্মার্টফোন প্রিমো এইচ৮ প্রো। স্মার্টফোনটিকে এর আগের প্রিমো এইচ৮ এর সাক্সেসর হিসেবে আনা হয়েছে। এর আগের প্রিডিসিউসর প্রিমো এইচ৮ ২ জিবি এবং ৩ জিবি র্যামে বাজারে ব্যাপক সারা ফেলে। সেই রেশ কমতে না কমতেই ওয়ালটন নিয়ে এল এইচ সিরিজের আরেকটি সিকুয়াল।
প্রিমো এইচ৮ প্রো স্মার্টফোনটিতে থাকবে ৫.৭১ ইঞ্চির নচ ডিসপ্লে এবং এর রেজুলেশন হবে ১৫২০*৭২০ পিক্সেল। একে ব্যাকআপ দিবে ৩৫২০ এমএএইচ এর একটি ব্যাটারি। কম বাজেটের একটি স্মার্টফোন হিসেবেও এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এর লেটেস্ট পাই ৯.০ ভার্সন। প্রিমো এইচ৮ প্রো এর একটি আরেকটি আকর্ষণ হল এর এআরএম কর্টেক্স-এ৫৫ প্রসেসর। এটি একটি ১.৬ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন অক্টাকোর প্রসেসর। এতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর জিই৮৩২২।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাওয়া যাবে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল বিএসআই সেনসর যুক্ত ক্যামেরা, যার সাথে অবশ্যই থাকছে একটি শক্তিশালী ফ্ল্যাশ। আর রিয়ার প্যানেলে ফ্ল্যাশ এবং ক্যামেরা ভারটিক্যাল ভাবে থাকায় এটি ডিজাইনকেও অনেক আকর্ষণীয় করে তুলেছে। আর সামনের ওয়াটার ড্রপ নচের ভেতর থাকবে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
স্মার্টফোনটির অনলাইনে প্রিঅর্ডার চলছে। আর প্রিঅর্ডার করলে এর আসল দামের চেয়ে ১০০০ টাকা কমেই প্রিমো এইচ৮ প্রো কিনে নিতে পারছেন। আর স্মার্টফোনটির প্রিঅর্ডার প্রাইস হল ৭৪৯৯ টাকা। আর প্রিঅর্ডার পিরিয়ড শেষ হয়ে গেলে আপনাদের কিনতে হবে ৮৪৯৯ টাকায়। এই লিঙ্ক তথা ওয়ালটন ই-প্লাজা থেকে স্মার্টফোনটি প্রিঅর্ডারে বুক করতে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।