আসলে আমি অদ্ভুত বলতে এখানে কিছু ভিন্নধর্মী কাজ করে এমন ওয়েবসাইটের লিংক দিচ্ছিঃ
- pointerpointer.com by Jonathan Puckey—এই ওয়েবসাইটটির মাত্র একটিই পেজ আছে। আপনাকে এই জায়গার যেকোনো স্থানে টাচ করতে হবে। তারপর দেখবেন এমন একটি ছবি আসবে যার মধ্যে কোনো ব্যক্তি আঙুল দিয়ে ঠিক ঐ স্থান নির্দেশ করবে।
- The Internet map—এই ওয়েবসাইটে বিশ্বের সকল ওয়েবসাইট ম্যাপে দেখানো হয়। ছবিতে এই যে বড় বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এগুলোই বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট।
- Quick, Draw! — এটি কিছুটা আরটিফিশিয়াল ইনটিলিজেন্ট(AI)ধরনের। এখানে, আপনি 20 সেকেন্ডে যেকোনো কিছু আঁকার সুযোগ পাবেন। নিজের ইচ্ছামতো যেকোনো কিছু আঁকতে পারবেন। তবে, একটু পরই অবাক হয়ে যাবেন। কারণ, আঁকা শুরুর সাথে সাথেই একটি কন্ঠস্বর আপনি কি আঁকছেন তা বর্ণনা করতে থাকবে। সত্যিই অসাধারণ!
- How Secure Is My Password? —হ্যাঁ জনাব, অাপনি যদি অাপনার পাসওয়ার্ড নিয়ে চিন্তিত হন; সবসময় যদি ভাবেন "অামার পাসওয়ার্ড কতটা শক্তিশালী?";তাহলে এটি অাপনার জন্য। এই ওয়েবসাইট টি অাপনাকে দেখাবে অাপনার পাসওয়ার্ড একটি কম্পিউটারের হ্যাক করতে কত সময় লাগবে। যেমন: ধরুন, অামি লিখলাম 12345678…
এবার কিছু রহস্যময় বা ভয়ংকর ওয়েবসাইট দেওয়া যাকঃ
- Anomalies Unlimited: এখানে আপনি এমন সব কন্টেন্ট পাবেন যা সত্যিই ভয়ংকর। পৃথিবীর সব আজব ঘটনা, ভয়ংকর সব ছবি এখানে সংরক্ষিত আছে। এমনকি এলিয়েনদের নিয়ে আছে বিপুল তথ্য এবং ছবি।
- Hashima Island: A Forgotten World.: এই ওয়েবসাইটটি সত্যিই ভয় ধরানো। এর ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে। এটি জাপানের একটি ভুতুড়ে দ্বীপ সম্পর্কে তৈরি করা হয়েছে।
- Last words— এই ওয়েবসাইটের সাথে গেঁথে অাছে হাজার হাজার প্রাণের অার্তনাদ। এটির মাধ্যমে প্ল্যান ক্র্যাশের সময় যাত্রী, পাইলট এবং বিমানবন্দরের মধ্যকার কথাবর্তা শুনতে পারবেন।
- https://spiritboard.redwerk.com/ :অনেকেই দাবি করেছেন, এই ওয়েবসাইটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বর্তমানেই ধারণা নিতে পেরেছেন। এটি নাকি স্পিরিট এর সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দেয়।