ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইটের তালিকা আমি নিশ্চিত দেখলে অবাক হবেন!

আসলে আমি অদ্ভুত বলতে এখানে কিছু ভিন্নধর্মী কাজ করে এমন ওয়েবসাইটের লিংক দিচ্ছিঃ

  • How old are you getting? Let us explain it properly!—এই ওয়েবসাইট আপনাকে অবাক করতে সব ব্যবস্থা করে রেখেছে। আপনাকে শুধু এই ওয়েবসাইটে গিয়ে আপনার জন্মতারিখ লিখতে হবে। ফলাফল আপনারাই দেখে নিন। যেমনঃ আমারটা—

  • pointerpointer.com by Jonathan Puckey—এই ওয়েবসাইটটির মাত্র একটিই পেজ আছে। আপনাকে এই জায়গার যেকোনো স্থানে টাচ করতে হবে। তারপর দেখবেন এমন একটি ছবি আসবে যার মধ্যে কোনো ব্যক্তি আঙুল দিয়ে ঠিক ঐ স্থান নির্দেশ করবে।

  • The Internet map—এই ওয়েবসাইটে বিশ্বের সকল ওয়েবসাইট ম্যাপে দেখানো হয়। ছবিতে এই যে বড় বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এগুলোই বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট।

  • Live Flight Tracker - Real-Time Flight Tracker Map | Flightradar24— এই অবিশ্বাস্য রকমের ওয়েবসাইটটির মাধ্যমে বিশ্বের সকল বিমান ট্র্যাক করতে পারবেন। এমনকি ঐ বিমান সম্পর্কিত যত তথ্য আছে সব জানতে পারবেন।

  • Quick, Draw! — এটি কিছুটা আরটিফিশিয়াল ইনটিলিজেন্ট(AI)ধরনের। এখানে, আপনি 20 সেকেন্ডে যেকোনো কিছু আঁকার সুযোগ পাবেন। নিজের ইচ্ছামতো যেকোনো কিছু আঁকতে পারবেন। তবে, একটু পরই অবাক হয়ে যাবেন। কারণ, আঁকা শুরুর সাথে সাথেই একটি কন্ঠস্বর আপনি কি আঁকছেন তা বর্ণনা করতে থাকবে। সত্যিই অসাধারণ!

  • How Secure Is My Password? —হ্যাঁ জনাব, অাপনি যদি অাপনার পাসওয়ার্ড নিয়ে চিন্তিত হন; সবসময় যদি ভাবেন "অামার পাসওয়ার্ড কতটা শক্তিশালী?";তাহলে এটি অাপনার জন্য। এই ওয়েবসাইট টি অাপনাকে দেখাবে অাপনার পাসওয়ার্ড একটি কম্পিউটারের হ্যাক করতে কত সময় লাগবে। যেমন: ধরুন, অামি লিখলাম 12345678…

  • Internet Usage & Social Media Statistics—এই ওয়েবসাইটে ইন্টারনেট সম্পর্কিত সকল তথ্য লাইভ দেখতে পারবেন। যেমনঃinternet ইউজারের সংখ্যা, google এ আজকে search সংখ্যা ইত্যাদি আরও অনেক কিছু দেখতে পারবেন।
  • MapCrunch - Random Street View—এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো স্থানে বিচরণ করতে পারবেন।

  • World Population Clock: 7.7 Billion People (2019)ঃ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি বিশ্বের জনসংখ্যা কি পরিমানে বাড়ছে তা লাইভ দেখতে পারবেন।

এবার কিছু রহস্যময় বা ভয়ংকর ওয়েবসাইট দেওয়া যাকঃ

  • Anomalies Unlimited: এখানে আপনি এমন সব কন্টেন্ট পাবেন যা সত্যিই ভয়ংকর। পৃথিবীর সব আজব ঘটনা, ভয়ংকর সব ছবি এখানে সংরক্ষিত আছে। এমনকি এলিয়েনদের নিয়ে আছে বিপুল তথ্য এবং ছবি।

  • Hashima Island: A Forgotten World.: এই ওয়েবসাইটটি সত্যিই ভয় ধরানো। এর ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে। এটি জাপানের একটি ভুতুড়ে দ্বীপ সম্পর্কে তৈরি করা হয়েছে।
  • Last words— এই ওয়েবসাইটের সাথে গেঁথে অাছে হাজার হাজার প্রাণের অার্তনাদ। এটির মাধ্যমে প্ল্যান ক্র্যাশের সময় যাত্রী, পাইলট এবং বিমানবন্দরের মধ্যকার কথাবর্তা শুনতে পারবেন।

  • https://spiritboard.redwerk.com/ :অনেকেই দাবি করেছেন, এই ওয়েবসাইটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বর্তমানেই ধারণা নিতে পেরেছেন। এটি নাকি স্পিরিট এর সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দেয়।

  • Staggering Beauty—এটাকে অবশ্য রহস্যময় বলা যায় না.তবে মজার বলা চলে।
  • Magnificence: এতে আপনার মন্তব্য হয়তো কোনো অচেনা মানুষ উত্তর দিবে।
  • jonathon kambouris photography: অনেক মানুষ মারা যাওয়ার পূর্বে যা খেয়েছিলো তা নিয়েই এই ওয়েবসাইট। তবে আমার কাছে বেশি একটা ভয়ংকর মনে হয়নি। এগুলো জেনে আমাদের কি লাভ!

Level 2

আমি হাসমত আলী। Digital Marketer, DrChronicDisease.Com, Kaligonj, Jhenaidh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।

Digital Marketer & Advertiser (Amazon, Facebook, Google, Linkedin) | SEO and Data Driven Marketing Specialis ***Specialist of Amazon FBA, Ads, Alibaba Product Sourcing, Product Listing Optimization***


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস