৫ টি অসাধারণ কীওয়ার্ড রাঙ্কিং টুলস চেকার

কীওয়ার্ড পজিশন ট্র্যাকার দিয়ে আমরা আমাদের কীওয়ার্ড পজিশন সহজেই নির্ধারণ করে তার উন্নতির জন্য কাজ করতে পারি। নিচে ৫ টি পজিশন ট্র্যাকার দেয়া হলো:

১. SEMrush: SEMrush টুলস হলেও আপনি এইটা কিছু দিন এর জন্য ট্রেইল ভার্সন ব্যবহার করতে পারেন। আপনি টুলস এর সার্চ বাক্স এ আপনার টিউন এর URL তা দিলেই আপনার টার্গেটেড কীওয়ার্ড দেখিয়ে দিবে।

২. Ahrefs : Ahrefs পেইড টুলস কিন্তু সবার সেরা একটা কীওয়ার্ড ট্র্যাকিং টুলস। Ahrefs-এ আপনি ভিন্ন  ভিন্ন country দিয়েও কীওয়ার্ড ট্র্যাক করে দেখতে পারেন। আপনি আপনার সাইটকে সার্চ করলেই আপনি পজিশন দেখতে পারবেন।

৩. Google Rank Checker : Google Rank Checker হচ্ছে কীওয়ার্ড পসিশন জানার জন্য free tools গুলার মধ্যে একটি। গুগল এ আপনার কীওয়ার্ড যদি ১০০ মধ্যে থাকে তাহলে এই টুলস আপনার কীওয়ার্ডকে ট্র্যাক করে দিবে।

৪. AccuRanker :AccuRanker খুবই ভালো একটা পেইড টুলস এবং এটি শুধু গুগলের জন্যই নয় Bing এর কীওয়ার্ড পসিশনও দেখায়। আপনি শুধু আপনার কীওয়ার্ডটা সার্চ বাক্স এ দিবেন তারপর সার্চ করলেই আপনি কীওয়ার্ড পজিশন পেয়ে যাবেন।

৫. SERP’s Keyword Rank checker:এই টুলসটিও ফ্রি ও খুবই সহজ এ কীওয়ার্ড পসিশন জানা যায়। সাথে সাথে আপনি আপনার পুরা প্রজেক্টস তার সব কীওয়ার্ড একসাথে ট্র্যাক করতে পারবেন প্রজেক্ট অ্যাড করে।

আপনার যেকোনো প্রশ্ন আমাদের ফেইসবুক গ্রুপ বা পেজে করতে পারেন। আরো বিস্তারিত জানতে আপনি যেতে পারেন nshamim.com  এ।

Level 2

আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস