সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক তাদের সবচেয়ে জনপ্রিয় দুটি এপ, ইন্সটাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের মালিকানার ব্যাপারটি ব্যবহারকারীদের জানিয়ে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। শীঘ্রই ইন্সটাগ্রামের নাম "ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক" এবং হোয়াটসঅ্যাপের নাম "হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক" এ পরিবর্তিত হবে। তবে ব্যবহারকারীদের হোমস্ক্রিনে এপগুলোর নাম অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র এপ স্টোরগুলোতে এই পরিবর্তন দেখা যাবে বলে জানিয়েছে ফেসবুক।
গত শুক্রবার দ্যা ইনফরমেশন এর সাংবাদিকরা এই ব্যপারটি সম্পর্কে জানতে পারেন এবং পরে ফেসবুক দ্বারা তা নিশ্চিত করা হয়। ফেসবুকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, "ফেসবুক হতে পণ্য এবং সেবা সম্পর্কে আমরা সবার ধারণা পরিস্কার রাখতে চাই। "
আমি সাজিদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।