আশাকরি সবাই ভাল আছেন। প্রায় চার বছর পর আবার ও ওয়ার্ল্ড এর সবচাইতে বড় বাংলা টেকনোলজি সাইট টেকটিউনসের সাথে যোগ হলাম,
আজকে আমি শেয়ার করব কম্পিউটার এ অত্যন্ত প্রয়োজনীয় 15 টি সফটওয়্যার, যে সফটওয়্যার গুলো আপনার কম্পিউটারে থাকা অত্যন্ত জরুরী।
আর আরেকটা কথা এই সকল সফটওয়্যারগুলোর ডাউনলোড লিঙ্ক একদম টিউনের নিচে দেয়া থাকবে সেখান থেকে আপনাদের যাদের লাগবে তারা এই সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে পারেন।
তো চলুন তাহলে শুরু করা যাক।
1.WiFi Guard-এই সফটওয়্যার টি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করতেছে।
2.Foxit Reader- এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার যেকোন ধরনের পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন এবং এডিট করে সেভ করতে পারবেন।
3.LibreOffice- এই সফটওয়্যার টি দিয়ে আপনি বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্ট গুলো এডিট করতে পারবেন তাছাড়া এই সফটওয়্যারটি মাইক্রোসফট অফিস এর চাইতে অনেক ধরনের ফিচার বেশি পাবে।
4.GIMP- এই সফটওয়্যার টি দিয়ে আপনি খুব ইজি ভাবে আপনার ফটোগুলো এডিট করতে পারবেন যারা একদম নতুন তারা এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন একদম সহজ ভাবে আপনি আপনার কম্পিউটারে ফটোগুলো এডিট করতে পারবেন।
5.Lightworks- এই সফটওয়্যার টি দিয়ে খুব ইজি ভাবে আপনার ভিডিওগুলি এডিট করতে পারবেন যারা একদম নতুন ভিডিও এডিট করতে পারে না অন্যান্য প্রফেশনাল সফটওয়্যার দিয়ে তারা এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন খুব ইজি ভাবে আপনার ভিডিওগুলো আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে এডিট করতে পারবেন।
6.VLC Media Player- ভিএলসি মিডিয়া প্লেয়ার সম্পর্কে কিছু বলার নাই কারণ যারা ব্যবহার করেন তারা জানেন যে কতটা ভালো একটি মিডিয়া প্লেয়ার সব ধরনের ফরম্যাট গুলো এই প্লেয়ার সাপোর্ট করে।
7.Winrar- উইনরার অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার এই সফটওয়্যারটি দিয়ে আপনি যে কোন ধরনের কম্প্রেসড ফাইল গুলো এক্সট্রাক্ট এবং কম্প্রেসড করতে পারবেন।
8.Lightshot- এই সফটওয়্যার টির মাধ্যমে আপনি যেকোন জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন আবার এই সফটওয়ারটি দিয়েই আপনি আবার সেই স্ক্রীনশট এডিট করতে পারবেন।
9.Rainmeter- এই সফটওয়্যার টি দিয়ে আপনার সিস্টেমের পারফরম্যান্স দেখতে পারবেন এবং আপনার নেটওয়ার্কের পারফরম্যান্স দেখতে পারবেন তাছাড়া অন্যান্য অনেক ফিচার পাবেন।
10.Avast + 11. 360 Total security- ফ্রিতে ব্যবহার করার মতন এখানে ভালো দুইটা এন্টিভাইরাস দেওয়া হয়েছে সেখানে দুইটার ভিতরে যে কোন একটা আপনি ব্যবহার করতে পারেন আমার সাজেশন রইল আপনি 360 টোটাল সিকিউরিটি সফটওয়্যার টি ব্যবহার করতে পারেন।
12.Google Photos- আপনার প্রয়োজনীয় সকল পিকচার গুলো যাতে ডিলিট না হয় বা নষ্ট না হয় সে জন্য এই সফটওয়্যার টি ব্যবহার করে আপনার সকল ফটোগুলো গুগল ক্লাউডে আপলোড করে রাখতে পারেন।
13. Eraser- এই সফটওয়্যার টি দিয়ে আপনি আপনার ডিলিট করা ফটো গুলো রিকভারি করতে পারবেন প্লাস আপনার অব্যবহৃত যে স্পেস গুলো আছে কম্পিউটারে সেগুলো আপনি ডিলিট করতে পারবেন।
14.EaseUS- অনেক সময় আমাদের হার্ড ড্রাইভ অথবা মেমোরি কার্ড থেকে আমাদের ডেটা গুলো ডিলিট হয়ে যায় ফরমেট হয়ে যায়, যে কোন ধরনের ডেটা এবং ফাইলগুলো আপনি যদি রিকভার করতে চান তাহলে আপনাকে এই সফটওয়্যার টি ব্যবহার করতে হবে। এই সফটওয়্যার টির মাধ্যমে আপনার ডেটা গুলো আপনি ইজি রিকভারি করতে পারবেন।
15.Malicious Software Removal Tool- এই সফটওয়্যার টি Microsoft-এর দেওয়া অফিসিয়াল একটি সফটওয়্যার, যেটা আপনার কম্পিউটার কে ভাইরাসের অ্যাটাক থেকে রক্ষা করবে।
এই সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করতে এই লিংকে প্রবেশ করুন Download Free 15 Software
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখা হবে পরবর্তী কোন টিউনে, এবং চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনি কানেক্টেড হয়ে থাকতে পারেন আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ভিডিও শেয়ার করে থাকি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এখানে ক্লিক করুন
আমি তারেক মিনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
‘টেকটিউনস টিউন গাইডলাইন’ সেকশন ৬ অনুযায়ী
৬.১ সফটওয়্যার, অ্যাপ, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট, মিউজিক, মুভি এর পাইরেটেড, ক্র্যাক, প্যাচ, কী-জেন, ফুল ভার্সন, লাইসেন্স, কপি রাইট ভঙ্গ করে এমন জাতীয় কোন টিউন টেকটিউনসে প্রকাশ করা যাবে না।
৬.২ টিউনের যে কোন লিংক হতে হবে নন-রিডাইরেক্ট। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে, উদ্দেশ্যমূলক ভাবে ডাউলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে না দিয়ে ডাউনলোড করতে নিজেস্ব সাইট, ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়া, অনলাইন নিউজ মিডিয়া, ভিডিওতে গিয়ে ভিডিও এর ডেসক্রিপশনে ডাউনলোডের লিংক দেওয়া যাবে না। যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে।
৬.৩ যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট অন্য সাইটে, নিজের সাইটে, যে কোন ধরনের ফাইল হোস্টিং ও ফাইল শেয়ারিং সার্ভিসে হোস্ট করে বা অন্য কোথাও আপলোড করে ডাউনলোড করার জন্য লিংক দেওয়া যাবে না। যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট ডাউনলোডের জন্য অবশ্যই এবং অবশ্যই নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক দিতে হবে। ফ্রিওয়্যার ডাউনলোডের জন্য অব্যশ্যই নির্মাতার ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজের ডাউলোড লিংক দিতে হবে।
৬.৪ যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। অর্থাৎ টিউজিটর ও টিউডার ডাউলোড লিংক এ ক্লিক করলে সেটি যেন মূল প্রোডাক্ট পাতা / মার্কেট প্লসে থেকে ডাউনলোড করতে পারে। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে নিজেস্ব বা এমন ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়ার ভিডিওতে গিয়ে ডাউনলোড করতে হয়, এমন ডাউনলোড এর লিংক দেওয়া যাবে না।
৬.৫ গান, মিউজিক, মুভি ডাউনলোডের জন্য কোন প্রকার টিউন টেকটিউনসে করা যাবে না। শুধু মাত্র সাইন্সফিকশন মুভি, প্রযুক্তির কোন বিষয় আলোতপাত করা মুভি নিয়ে পূর্ণ রিভিউ প্রকাশ করা যাবে অথবা যে কোন মুভির ট্যাকনিক্যাল দিক, মুভিতে বিশেষ কোন প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে পূর্ণাঙ্গ টিউন করা যাবে।
টেকটিউনস গাইডলাইন অনুযায়ী টিউন করুন
আপনি যদি কোন সফটওয়্যারের রিভিউ করতে চান তবে প্রথমত সফটওয়্যার, অ্যাপ, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট, মিউজিক, মুভি এর পাইরেটেড, ক্র্যাক, প্যাচ, কী-জেন, লাইসেন্স, কপি রাইট ভঙ্গ করে এমন জাতীয় কোন টিউন করা থেকে বিরত থাকুন।
দ্বিতীয়ত আপনি যে সফটওয়্যারের রিভিউ করতে চান সে সফটওয়্যারের পূর্ণ রিভিউ করুন।
সেটি যদি ফ্রিওয়্যার হয় তবে আপনি টেকটিউনস গাইডলাইন মেনে ডাউনলোড লিংক দিন।
আর যদি সফটওয্যারটি ট্রায়ালওয়্যার, শেয়ারওয়্যার, ফ্রিমিয়াম বা পেইড সফটওয়্যার হয় তবে সফটওয়্যারটি কত দিনের ট্রায়াল, ট্রায়াল ও ফুল ভার্সনের কি কি পার্থক্য রয়েছে, আরও অন্য কোন কোন ভার্সন রযেছে কিনা, থাকলে কোন ভার্সনে কী সুবিধা তা বিস্তারিত টিউনে উল্লেখ করুন। ফুল ভার্সন এর মূল্য কত, কিভাবে ফুল ভার্সন কেনা বা Purchase করা যাবে, বাংলাদেশি টাকায় কত দাম পড়বে, ফুল ভার্সনের প্রাইজিং পেইজ ইত্যাদি বিস্তারিত টিউনে উল্লেখ করুন। এরপর ডাউনলোডের জন্য অন্য আনঅফিসিয়াল/থার্ডপার্টি সাইটে, নিজের সাইটে, যে কোন ধরনের ফাইল হোস্টিং ও ফাইল শেয়ারিং সার্ভিসে হোস্ট করে বা অন্য কোথাও আপলোড করে ডাউনলোড করার জন্য লিংক না দিয়ে অবশ্যই এবং অবশ্যই নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক দিন। অর্থাৎ মূল নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের অফিসিয়াল ডাউনলোড পাতার লিংক দিন যেখানে গিয়ে টিউডার/টিউজিটর ডাউনলোড করতে পারে।
টেকটিউনস ‘ট্রাসটেড টিউনার’ দের টিউন ফলো করে টিউন করুন:
আদর্শ টিউন হিসেবে টেকটিউনস ট্রাসটেড টিউনারদের ডাউনলোড টিউন গুলো ফলো করে টিউন করুন। টিউন করতে সবসময় টেকটিউনস ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, টিউডার/টিউজিটর ড্রাইভাট ও রিডাইরেক্ট মু্ক্ত অরিজিনাল ও ইউনিক টিউন করুন।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি যদি চান যে টিউডার/টিউজিটর আপনার ওয়েব সাইট ভিজিট করুক
আপনি যদি চান যে টিউডার/টিউজিটর আপনার ওয়েব সাইট ভিজিট করুক তাহলে প্রথমত ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ মেনে সম্পূর্ণ টিউন করুন।
এরপর নিজের সাইটের লিংক দেবার জন্য সম্পূর্ণ টিউনের শেষে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন এই টিউনটি মত করে যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে।
এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।