বাজারে অন্যান্য ফোনের তুলনায় সেরা দাম নিয়ে Primo H8 Turbo edition এখন 2GB/16GB ও 3GB/16GB মেমোরির কম্বিনেশন পাচ্ছেন মাত্র ৬, ৮৯৯ এবং ৭, ৯৯৯ টাকায়। আগে এর প্রসেসর ছিল ১.২৮ গিগাহার্জ, এখন দ্রুত গতির ১.৫গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরে গেমিং, ব্রাউজিং হবে আরো ফাস্ট।
স্মার্টফোনটির আকর্ষণীয় কিছু দিক হল গ্র্যাডিয়েন্ট লুক, ৫.৪৫ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে ইত্যাদি। ৮ মেগাপিক্সেল সেলফি ও রিয়ার ক্যামেরা। ৩২০০ এমএআইচ ব্যাটারি সব মিলিয়ে Primo H8 Turbo আপনার জন্য হতে পারে দারুন একটি স্মার্টফোন। স্মার্টফোনটির বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্ক ভিজিট করে আসতে পারেন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।