নতুন প্রজন্মের অসাধারণ ৫টি ইলেক্ট্রিক বাইক

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

মানুষের জীবনকে আরো একটু গতিশীল করতে কম দাম ও পরিবেশ বান্ধব এই ই-বাইক  গুলোর  চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তাই ই-বাইক  তৈরির কোম্পানী গুলো বাজারে নিয়ে আসছে নিত্য নতুন দারুন মডেলের সব ইলেক্ট্রিক বাইক। আজকে আমরা  দেখব  এমনি আসাধারন ৫ ই- বাইক। যদি ইন্টারনেট স্পীড ভালো থাকে তাহলে  ই-বাইক  গুলোর  বাংলাদেশি টাকায় দাম সহ ভিডিওটি আমার প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল TechSpark BD অথবা নিচে দেওয়া ভিডিও থেকে দেখে আসতে পারেন। তাহলে এবার শুরু করা যাক।

১। অট্টো বাইক

আপনার পছন্দের বাইকটি যদি সবসময়  আপনার কাছে রাখতে চান বা দুরে কোথাও নিয়র যেতে চান তাহলে আমি বলল এই বাইকটি আপনার জন্য। অটো হচ্ছে স্মার্টেস্ট হাই পারফরমেন্স বহন যোগ্য ফোল্ডেবল বাইক। বাইকটি তে ব্যবহার করা হয়েছে ৪৮ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, যা ফুল চার্জ  করতে সময় লাগে ৪-৫ ঘন্টা। একবার ফুল চার্জে চলে ১৬ কিলোমিটার। এতে রয়েছে এডজাস্টেবল সিট যা সহজেই নিজের সাইজ অনুযাইয়ী ছোট বড় করে নেয়ে যায়, ঘন্টাই  এর সর্বোচ্চ গতি বেগ ৪ মাইওল। এই বাইকটি ১০০ কেজি পযন্ত ওজন বহন করতে সক্ষম। ফোল্ডিং করে ট্রলির ট্রলির মত  সব জায়গায় এটিকে টেনে নিয়ে যাওয়া যায়।

 

২। ডিসি ট্রাই

 

তিন চাকা বিধিষ্ট অসাধারন এই বাইক টি তইরি করেছেন অস্টেলিয়ার ডাল সিল ও চেরিস নেইল নামের ২ জন লোক। সম্পুর্ন আলাদা দেখতে এই বাইকটি বসার পরিবর্তে চালাতে হয় দাঁড়িয়ে। বাইক্টি ২ চাকার পরিবর্তে ৩ চাকার হয়াতে নিয়ন্ত্রন করা খুবি সহজ। এটি ঘ্নটায় ২৪ কিলোমিটার পর্যন্ত গতি তোলতে পারে। বাইকটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে ৪ ঘন্টা। আর একবার ফুল চার্জে আপনি আনায়েসে ৫০ কিলমিটার পর্যন্ত ভ্রমন করতে পারবেন। হেন্ডেল বারে সংযুক্ত ডিসপ্লের সাহায্যে সহজেই এর বিভিন্ন ফিচার নিয়ন্ত্রন করা যায়।

 

৩। পকেট রকেট

শুধু নামেই  নয় এই ইলেক্ট্রিক বাইকের বডি টাও যে দেখতে অনেকটা রকেটের  মত। তবে রকেটের মত দ্রুত গতি সম্পন্ন না হলেও অন্যান্য ই বাইকের থেকে এর গতি সবচেয়ে বেশি। বাইকে সংযুক্ত ৬ বা ৮.৫ hp এর ইঞ্জিন  আপনাকে ঘন্টায় যথাক্রমে ৫০ ও ৮০ কিলোমিটার ঘতিতে নিয়ে যাবে। এক বার ফোল চার্জে যাওয়া যাবে ৮০ কিলোমিটার পর্যন্ত। ব্যাটারি চালিত হওয়ায় এক দিকে যেমন পরিবেশ বান্ধব  তেমনি পুরো বডি আয়লুমিনিয়ামের হোয়ায় ওজন অনেক কম।

৪। Camp Scrambler

 

পুরুনো দিনের মটর সাইকেলর মত দেখতে এই  ই-বাইকটি শুধু দামেই সস্তা নয় ব্যবহারের ক্ষেত্রেও বেশ আরাম দায়ক। মারররকিন যুক্তরাষ্ট ভিতিক জোস্ট বাইকসের তৈরি এই বাইকটির তিনটি মডেল এখন পর্যন্ত বাজারে এসেছে। ক্যাম্প, সিটি ও হাইপআর নামের ৩ টি মডেলের বাইক দেখতে একই রকম হলেও এর কিছু কিছু ফিচার আলাদা। উচু নিচু পাহারী রাস্তা চালানোর জন্য ক্যাম্প মডেল, শহরের রাস্তায় চালানোর জন্য সিটি মডেল। এতে ৫২ ভোল্ট ১৩ এয়াম্পিয়ারে লিথিয়াম আয়ন ব্যাতারি ব্যবহার করা হয়েছে। ক্যাম্প এবং সিটি মডেল এর বাইক ঘন্টায় ৪৫ কিলোমিটার আর হাআইপার ঘন্টায় ৫৪ কিলমিটার পর্যন্ত গতি তোলতে পারে। হাইড্রোলিক ব্রেক বা ঝাকি নিরধক ফ্রগ ছাড়াও এল ই ডি লাইট গুলো  বাইক গুলিকে দিয়েছে রাড়তি মাত্রা

৫। ডেল ফাস্ট

বাজারে প্রচলিত ই বাইক গুলোর মুল আসুবিধআ হচ্ছে ব্যাটারি দুর্বলতা। অথাত একবার চার্জে বেশি খন চালানো জায় না। আর তাই এই সমস্যার সমাধান নিয়ে বাজারে এসেছে ডেল ফাস্টের ৩টি মডেলের বাইক। এক বার ফুল চার্জে আপনি অনায়েসের ৩৮০ কিলমিটার পর্যিন্ত ঘুরে আসতে পারবেন। শুধু তাই নয় এর পুরোটা ডিজাইন করা হয়েছে চালকের সুবিধার কথা মাথায় রেখে। ৩টি মডেলের মধে প্রাইম ঘন্টায় ৫৫ কিলোমিটার বেগে ৩৮০ কিলোমিটার পর্যন্ত ভ্রমন করা যায়। টপ মদেল টি ঘন্টায় ৮০ কিলমিটার বেগে ছুটলেও যাওয়া যাবে ২৮০ কিলোমিটার পযন্ত। আর লাইট মডেলটি ঘন্টায় চলে ৪২ কিলোমিটার। ভ্রমন করা যাবে  ১৮০ কিলোমিটার পযন্ত।

তো বন্ধুরা আজকে এ পযন্তই। আবার দেখা হবে নতুন কোন টিউন  নিয়ে। টিউনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর অসাধারন  এই ই বাইক গুলোর মধ্যে কোনটি আপনার কাছে ভালো লেগেছে টিউমেন্টে জানান।

 

ইউটিউব চ্যানেলঃ https://www.youtube.com/channel/UCGGJlYSiOtNw4hRHt5egyNg

Level 2

আমি রাকিব সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস