আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কাজি আনওয়ার হোসেন সাহেবের বিখ্যাত স্পাই থীলার বুক সিরিজ মাসুদ রানার প্রায় ৪০০ পিডিএফ ইবুক। ডাউনলোড করে ইঞ্জয় করুন।
মাসুদ রানা সিরিজ- Masud Rana Series
"মাসুদ রানা " বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট একটি কাহিনী-চরিত্র। ১৯৬৬ খ্রিস্টাব্দে ধ্বংস পাহাড় প্রচ্ছদনামের প্রথম গ্রন্থটি থেকে শুরু করে সেবা প্রকাশনী থেকে মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক গুপ্তচরবৃত্তীয় কাহিনীর বই প্রকাশিত হয়েছে। [২] সিরিজের প্রথম দুইটি বই বাদে বাকিগুলো ইংরেজি ও অন্যান্য ভাষার বইয়ের ভাবানুবাদ বা ছায়া অবলম্বনে রচিত। মাসুদ রানার চরিত্রটিকে মূলত ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড চরিত্রটির বাঙালি সংস্করণ হিসেবে গণ্য করা হয়।
মাসুদ রানা'র প্রথম বইটি কাজী আনোয়ার হোসেনের ১০মাসের দীর্ঘ পরিশ্রমের ফসল। তিনি ঐ সময়ে মোটরসাইকেলে তাঁর রাঙ্গামাটি ভ্রমণের কথা স্মরণ করে লেখেন উপন্যাসটি। আর ঐ কাহিনীই বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দেয়। কারণ মাসুদ রানাই বাংলা সাহিত্যের প্রথম চরিত্র যা বাংলাদেশের চরিত্র হলেও একটি বৈশ্বিক চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
মাসুদ রানা সিরিজের প্রায় ৪০০ বই এখন পর্যন্ত বাজারে এসেছে। আমরা চেষ্টা করেছি সবগুলো বই পাঠকের জন্য পিডিএফ ফাইলে সংরক্ষণ করার যাতে পাঠক বই পড়তে পারেন। ৪০০ বই আমরা ৪টি টিউনে ধারাবাহিক আপলোড করেছি।
(১) মাসুদ রানা সিরিজ (১ থেকে ১০০টি ইবুক পিডিএফ
(২) মাসুদ রানা সিরিজ (১০১ থেকে ২০০টি ইবুক পিডিএফ
(৩) মাসুদ রানা সিরিজ (২০১ থেকে ৩০০টি ইবুক পিডিএফ
(৪) মাসুদ রানা সিরিজ (৩০১ থেকে ৪০০টি ইবুক পিডিএফ
আপনি চাইলে সবগুলো বই একসাথে ডাউনলোড করতে পারেন। বা আলাদা আলাদা বইও ডাউনলোড করতে পারেন।
Source: durjoybook.blogspot.com
আমি রুহুল আমীন দুর্জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।