জিএম৩ সিরিজের তিনটি স্মার্টফোন, ৪জি স্ট্রিমিং এর জন্য যা অনবদ্য!

অনলাইনে লাইভ খেলা দেখার জন্য একটি ৪জি কানেক্টিভিটির স্মার্টফোনতো চাই'ই চাই।  আর বাজেট এর ভেতর সেই ৪জি স্মার্টফোন কেনার চাহিদা মেটাতে পারে ওয়ালটন স্মার্টফোন এর জিএম সিরিজ।  প্রিমো জিএম৩, প্রিমো জিএম৩+(২ জিবি) এবং প্রিমো জিএম৩+(৩ জিবি) আপনার সাধ্যের সাথে মিল রেখে এই তিনটির যেকোনো একটি স্মার্টফোন কিনে আপনি আপনার ৪জি স্মার্টফোন চালানোর সাধ মেটাতে পারেন।  আর এই বিশ্বকাপ সিজনে অনলাইনে লাইভ স্ট্রিমিং এ খেলা দেখার জন্য সাধ আপনার এটা দিয়ে মিটতে পারে।

একনজরে প্রিমো জিএম৩ সিরিজঃ

  • ৪জি কানেকটিভিটি
  • অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম
  • ৫.৩৪ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও সম্পন্ন ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • PowerVR Rouge GE8100 জিপিইউ
  • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ১/২/৩জিবি র‍্যাম, ৮/১৬ জিবি রম
  • ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

এখানে জিএম৩+(২ জিবি) এর নতুন দাম করা হয়েছে ৫০০ টাকা ছাড়ে ৮৪৯৯ টাকা।  অন্যদিকে ১০০ টাকা বেশি দামে প্রিমো জিএম৩+(৩ জিবি) এর দাম ৮৫৯৯ টাকা।  আর রেগুলার জিএম৩ ১জিবি/৮ জিবি রম এর দাম ৬৮৯৯ টাকা।  স্মার্টফোন তিনটিই ৪জি কানেকটিভিটি যুক্ত।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস