দারুন দামে ওয়ালটন প্রিমো জি৮আই ৪জি!

৬৩৯৯ টাকায় ২ জিবি র‍্যাম এবং ৪জি সমৃদ্ধ প্রিমো জি৮ আই। স্মার্টফোনটি এর আগের জি৮আই এর আপডেটেড এবং ৪জি ভার্সন।  একনজরে এই প্রিমো জি৮আই ৪জি স্মার্টফোনটিতে থাকছেঃ অ্যান্ড্রয়েড ৮.১ অরিও ভার্সন, ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম - পাশাপাশি ৬৪ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট, ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে, ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা; আর সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দেয়ার জন্য ২২৫০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি।

আগে প্রিমো জি৮আই ৪জি এর দাম ছিল ৬৭৯৯ টাকা আর ৬৩৯৯ টাকায় ২ জিবি র‍্যাম এবং ৪জি সমৃদ্ধ প্রিমো জি৮ আইএখন প্রিমো জি৮আই ৪জি এর দাম ৬৩৯৯ টাকা।

হ্যান্ডসেট হাইলাইটস

  • অ্যান্ড্রয়েড ৮.১ অরিও ভার্সন
  • ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রম
  • পাশাপাশি ৬৪ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট
  • ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল রিয়ার এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২২৫০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি

এই স্মার্টফোনটি আপনি অনলাইনে অর্ডার করতে বা এর সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন জানতে এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস