টেলিভিশন এখন শুধুমাত্র সম্প্রচারিত অনুষ্ঠান দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন কার স্মার্ট টেলিভিশনে ইন্টারনেট যুক্ত থাকে যার ফলে ইউটিউব ভিডিও দেখা, ফেসবুক ব্রাউজিং, গেমিং সহ অনেক আধুনিক সুবিধা পাওয়া যায়। দেশে বিভিন্ন ব্র্যান্ডের টিভি পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্র্যান্ডের নাম এবং কনফিগারেশন মূল্য সহ নিচে দেওয়া হলঃ
১। সনি টিভি
বর্তমানে বাজারে বেশ কিছু নতুন মডেলের টিভি বাজারে ছেড়েছে সনি। ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৮৫ ইঞ্চি পর্যন্ত বেশ কয়েকটি মডেল। পৃথিবীর সেরা ১০ টি টিভির মধ্যে ৫৫ ইঞ্চি ডিসপ্লের স্নিম গেমিং সিরিজ এক্স-৯০০০ ই টিভি একটি। দেশের বাজারে এই টিভির মূল্য ৩ লাক্ষ ৭২ হাজার ৯০০ টাকা।
সনি ব্র্যান্ড এর টিভির মূল্য দেখুন
২। স্যামসাং টিভি
২০১৮ এর শেষের দিকে দেশের বাজারে বেশ কয়েকটি স্মার্ট টিভি এনেছে স্যামসাং। এই টিভি গুলো ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। স্যামসাং স্মার্ট টিভি গুলাতে রয়েছে ৩ স্তরের নিরাপত্তা।
৩। এলজি টিভি
২০১৯ এর শুরুতে এলজি টিভি কিছু স্মার্ট টিভি বাজারে নিয়ে এসেছে যে গুলোতে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এ আই)। ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৮৬ ইঞ্চি পর্যন্ত স্মার্ট টিভি পাওয়া যায় কিন্তু এই স্মার্ট টিভি গুলোতে থ্রিডি সহ বেশ কিছু সুবিধা রয়েছে। টিভির সঙ্গে থ্রিডি চশমা ফ্রি থাকে।
৪। তোশিবা টিভি
নতুন বছরে তোশিবা ত্রিমাত্রিক কাঁচমুক্ত স্ক্রিন টেলিভিশন বাজারে ছেড়েছে এ ছাড়াও এল ই ডি টিভি আছে ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৫০ ইঞ্চি পর্যন্ত টিভি বাজারে পাওয়া যাচ্ছে।
৫। ফিলিপস টিভি
বিশ্বখ্যাত ব্র্যান্ড ফিলিপস টিভি বাংলাদেশে কিছু নতুন টিভি নিয়ে এসেছে। ২৪ ইঞ্চি থেকে শুরু করে ৫৬ ইঞ্চি এলসিডি ফুল-এইচডি পর্দার স্মার্ট টিভি। এই টিভি গুলোতে ছবি ও শব্দের মান অনেক ভাল। ইউএসবি, ওয়াইফাই, ল্যান ইত্যাদি আছে।
৬। চায়না টিভি
কম দামের মধ্যে চায়না টিভি অনেক বেশি জনপ্রিয়। আপনার সল্প বাজেটের মধ্যে একটা চায়না স্মার্ট টিভি কিনে নিতে পারবেন। চায়না স্মার্ট টিভির মধ্যে ইউসবি, এসডি কার্ড, ওয়াইফাই এর সুবিধাও থাকে।
তাছাড়া রয়েছে ৩-ডি টিভি, ৪-কে টিভি এবং কার্ভড টিভি। বর্তমানে আধুনিক এবং উন্নতমানের এই টিভি গুলো বেশ জনপ্রিয়। ৩-ডি টিভি, ৪-কে টিভি এবং কার্ভড টিভির মূল্য এবং কনফিগারেসন জানতে নিচের লিঙ্ক এ ভিজিট করুন।
আমি রুহুল সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খুব ভালো একটি পোস্ট , ধন্যবাদ ভাই আপনাকে।