আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন টেকটিউনস বাসী?
এই তথ্য প্রযুক্তির যুগে আমরা সবাই সোস্যাল মিডায় নির্ভরশীল। কোন না কোন ভাবে আমরা সোস্যাল মিডায়ার সাথে জড়িত। তথ্য প্রযুক্তির যেমন ভাল দিক আছে তেমন এর বিপরিত দিক টাও আছে।
আর কিছু অসাধু লোক তথ্য প্রযুক্তি কে খারাপ কাজে ব্যবহার করে সাধারন মানুষের অনেক হ্যারেজ এবং ক্ষতি করে থাকে। যেমনঃকারো নামে ফেইক আইডি খুলে তাকে হ্যারেজ করা/কারো ব্যক্তিগত পিক দিয়ে হ্যারেজ/কারো আইডি হ্যাক করে হ্যারেজ/ ইত্যাদি সকল সমস্যা দেখা যায়।
আমরা অনেকই এ সকল সমস্যার সম্মুখীন হই কিন্তু আমরা সঠিক সাহায্য পাই না। গুগল ইউটিউব করে কিছুটা সমাধান পেলে ও অনেকাংশে আমরা সমাধান পাই না।
তাই আপনাদের এ সকল সমস্যার সমাধান করার জন্য ২০১৮ এর মাঝে দিকে Techbite নামক গ্রুপ টি চালু করা হয়। এখানে অভিজ্ঞ এডমিন এবং মর্ডারেটর দ্বারা আপনাদের সকল সমস্যার সমাধান দেয়া হয়।
গ্রুপ লিংক https://www.facebook.com/groups/TechBite/
গ্রুপ টি বর্তমানে বাংলাদের অন্যতম টেকনিক্যাল ও স্প্যামিং গ্রুপ। যেখানে স্প্যামিং /টেকনিশিয়ান/ইথিক্যাল সেক্টর রয়েছে। এবং আপনারা সবাই উক্তু সেটর থেকে স্প্যামিং /টেকিনিক্যাল/ইথিক্যাল হ্যাকিং রিলেটেড সেবা পেতে পারবেন।
আমি নোভেল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।