বাংলাদেশের বিভিন্ন webside থেকে ডলার ক্রয়-বিক্রয়

অনেক দিন পর একটি গুরুত্বপূর্ণ টিউন দিতে চলেছে আশা করি আপনাদের একটু হলেও কাজে আসতে পারবো।

আমরা যারা  বাংলাদেশের বিভিন্ন  Web Side থেকে Dollar convert or Exchange বা ডলার ক্রয়-বিক্রয় করি থাকি সেই সম্পর্কে কিছু কথা বলব। আমি একটি লিং দিচ্ছি কিছু দিন আগেই আমার 10 ডলার মেরে দিয়েছে। লিং হচ্ছে https://dbsebd.com/ এখানে দেখবেন কিছু দিন পরপর Personal Bkash নাম্বার Change করে তার মানে চুরি করে। ধরতে পারবেন না তাদের কারন ওদের কোন Contract Number নেই। সব মিলে চুরি করার জন্যই এই সাইট। তাই বলছি যদি আপনি ডলার ক্রয়-বিক্রয় করেন তো পরিচিত দেখে করবেন এবং বিভিন্ন ভাবে প্রমান করার চেষ্ঠা করুন।

এবার প্রমান কিভাবে করা যায়ঃ-

1) প্রথমে দেখতে হবে contract number আছে কি-না যদি থাকে ফোন করে কথা বলা।

2) লাইভ চ্যাট আছে কি-না।

3) কতো দিন যাবৎ সাইট চলছে এবং account person কতজন।

4) ‍Bkash Roket Agent number আছে কি-না যদি থাকে  ডয়াল করে দেখা।

Level 0

আমি আবু বকর সিদ্দিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন দক্ষ আই টি পারসোন। আমি বাংলাদেশের সকল মানুষকে কম্পিউটার এবং মোবাইল বিভিন্ন টিউন্সের মাধ্যমে টেকনিক্যাল সার্পোট দেওয়ার জন্য নিজেকে তৈরী করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস