WinWin CRM একটি কার্যকর এবং সহজে ব্যবহার যোগ্য ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট
(সি.আর.এম.) সলিউশন। WinWin CRM সফট ওয়ারটি বাংলাদেশি গ্রাহকদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। WinWin CRM সলিউশন একটি লোকাল কোম্পানি তাই গ্রাহকরা খুব সহজেই সকল সুবিধা গ্রহন করতে পারেন।
WinWin CRM একটি কার্যকর সলিউশন এবং এর গঠনপ্রণালী গ্রাহকদের কাছে খুবই সমাদৃত হয়েছে।
WinWinCRM ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সি.আর.এম.) B2B সলিউশন এখন ছোট, মাঝারি ও বড় আকারের ব্যাবসার মার্কেটিং ও সেলস টিমকে এক্টেভিটিকে সুসংগঠিত এবং যুগোপযোগী করে ব্যাবসায়িক সাফল্যের অনন্য প্রযুক্তি।
WinWinCRM মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টকে ক্লাইন্ট অরগানাজেশনকে বুঝতে সাহায্য করে ও ক্লাইন্টদের উপযোগি অফার নিশ্চিত করে মার্কেটিং টিমকে আরও সাফল্যমন্ডিত করে তোলে, যাতে করে অর্থ এবং সময় দুটোই অপচয় কম হয়।
ফ্রি অ্যাকাউন্ট পেতে লিঙ্ক এ ক্লিক করুন। ফ্রি অ্যাকাউন্ট http://www.winwincrm.com/
আমি সৌরভ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।