প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থীবৃন্দ,
আপানাদের মধ্যে অনেকেই আমাদের ফেসবুক পেজে, মেসেঞ্জজারে, আমাদের অফিসের নাম্বারে বিভিন্ন সময় জানতে চাও যে বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগে ডিপ্লোমা পাস করে পরা যাবে কিনা, পড়া গেলে খরচ কেমন হয়, কত ক্রেডিট করতে হবে, কত পয়েন্ট থাকতে হয়, আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা কোন অয়েবার(বৃত্তি) পাব কিনা, প্রোগ্রাম টি সন্ধ্যাকালীন, ভর্তির সময় কি কি কাগজ পত্র আনতে হবে?
আজ আমি চেষ্টা করব একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেয়ার জন্য।
প্রশ্ন : ডিপ্লোমা পাস করে পরা যাবে কিনা?
ঊত্তর : হ্যা যাবে। তবে ডিপ্লোমা ডিগ্রীটি অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বা অধিভুক্ত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা হতে হবে। ডিপ্লোমা ইন সিএসই, সিভিল, আর্কিটেকচার বিভাগের পাশ করা ডিপ্লোমা শিক্ষার্থীবৃন্দ ভর্তি হতে পারবেন।
প্রশ্ন : প্রোগ্রাম টি সন্ধ্যাকালীন?
ঊত্তর : না। এ প্রোগ্রাম টি তে পড়তে হলে আপনাকে ডে শিফট এর সাথে রেগুলার বিএসসি (১৪৭ ক্রেডিট) করতে হবে। তবে ডিপ্লোমাতে যে সকল বিষয় গুলো আমাদের কোর্স সিলেবাস এর সাথে কমন যেমন(English I, English II, Math I, Math II, Computer Fundamental, Computer Network, Structure Programing, Bangladesh Studies ইতাদি)বিষয় সমূহ আপানরা ওয়েভার পাবেন। তবে এ ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের Course Equivalence এর নিয়ম অনুসারে আপানরা এই সুবিধা সমুহ পাবেন।
প্রশ্ন : আমাদের পড়তে হলে খরচ কত লাগতে পারে এবং আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা কোন অয়েবার(বৃত্তি) পাব কিনা?
ঊত্তর : আমাদের বিএসসি ইন এমসিটি এর মোট খরছ ৬ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা। ভর্তির সময় ৩৭৫০০/= টাকা এবং ফর্ম এর জন্য ১০০০ টাকা সর্বমোট ৩৮৫০০ টাকা দিতে হয়। এই ফিস এর মধ্যে আপানরা আমাদের বিশ্ববিদ্যালয় হতে (One Student One Laptop) স্কিমের অধীনে একটি ফ্রী ল্যাপটপ পাবেন।
তবে আপানাদের জন্য সবচেয়ে সস্তির বিষয় এই যে ঃ ডিপ্লোমার ফলাফল এর ভিত্তিতে আপানারা কোর্স এর টিউশন ফিসের উপর ওয়েভার পাবেন। এর তালিকা নিচে দেয়া হল ঃ
Result in Diploma Tuition Fees Waiver rate
GPA-2.50-2.99 15%
GPA-3.00-3.24 25%
GPA-3.25-3.49 30%
GPA-3.50-3.74 40%
GPA-3.75-3.79 50%
GPA-3.80-3.89 60%
GPA-3.90-4.00 75%
প্রশ্ন ঃ ভর্তির সময় কখন?
ঊত্তর : এক বছরে তিনটি সেমিস্টার এ ভর্তি কার্যক্রম চলে।
১. স্প্রিং(জানুয়ারী- এপ্রিল) ২. সামার (মে –অগাস্ট) ৩. ফল (সেপ্টেম্বর – ডিসেম্বার)
প্রশ্ন ঃ ভর্তির সময় কি কি কাগজ আনতে হবে?
ঊত্তর : ভেরিফিকেশন জন্য এসএসসি ও ডিপ্লোমার মূল সনদপত্র/ টেস্টমনিয়াল ও সকল মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট)
৫ কপি ছবি (পাসপোর্ট সাইজ)
প্রত্যেকটি সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) এর ফটোকপি।
ইন্সুরেঞ্চ ফর্ম পুরুনের জন্য
১. শিক্ষার্থীর জন্ম সনদ / ভোটার আইডি কার্ড এর ফটোকপি
২.অভিভাবক এর এককপি পাসপোর্ট ছবি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি
প্রশ্ন ঃ ভর্তির জন্য কোথায় যোগাযোগ করব?
ঊত্তর : ভর্তির জন্য ০১৮৪৭১৪০০৫৬, ০১৭১৩-৪৯৩০৫১, ০১৮৪৭১৪০০৯৪ এই নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায়ঃ
মেইন ক্যাম্পাস
ড্যাফোডিল টাওয়ার, ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমণ্ডি, ধাকা-১২০৭
প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থীবৃন্দ আমরা চেষ্টা করেছি, আপনাদের বিভিন্ন সময়ে আমাদের কাছে করা প্রশ্নের উত্তর গুলো দেয়ার জন্য। তবে আমরা আমন্ত্রন জানাই, আপনাদের আরো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
শাহ্ মোঃ সাদিউর রাহমান
কো-অর্ডিনেশন অফিসার
মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি(এমসিটি)
মোবাইল ঃ ০১৮৪৭১৪০০৫৬
আমি সাদিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।