ফেসবুক (Facebook) আজকাল খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকে রেজিস্ট্রেশন, বন্ধুদের আমন্ত্রণ জানানো, আমন্ত্রণ গ্রহন করা, বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা বা গল্প করা ইত্যাদি বিষয়গুলি জানলেও আমরা কি জানি কিভাবে নিজেকে অন্যদের সার্চ থেকে লুকিয়ে রাখব?
আজ আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাব কিভাবে এটা করতে হয়। আশা করি যাদের এ সকল বিষয়ে ধারণা নেই তারা এ পোস্টটি থেকে উপকৃত হবেন।
সাধারনত ফেসবুক ইউজাররা অন্য কাউকে খোঁজার জন্য নাম বা ইমেইল আইডি ব্যবহার করেন। এ সময় যদি ফেসবুকের search engines উক্ত নাম বা ইমেইল-টি খুঁজে পায় তাহলে তার সম্পুরন প্রোফাইলটি স্ক্রীন-এ দেখায় এবং তাকে আমন্ত্রণ জানানোর সুযোগ তৈরি করে দেয়। এখন আপনি ইচ্ছা করলে নিজেকে এই সার্চ থেকে লুকিয়ে রাখতে পারেন এবং শুধুমাত্র বন্ধু বা বন্ধুর বন্ধুদেরকে সার্চ করে খুঁজে পাওয়ার সুযোগ দিতে পারেন। ফেসবুক আপনাকে এমন গোপনীয়তা বা নিয়ন্ত্রণ টুলস সরবরাহ করে যার ফলে আপনার প্রোফাইল, ছবি এবং আপডেটগুলি অন্যান্য ব্যবহারকারীদের থেকে সম্পূর্ণরূপে লুকিয়ে রাখতে পারেন। এজন্য নিচের ধাপগুলি অনুসরন করুনঃ
১। আপনার একাউন্টে সাইন ইন করুন।
২। ফেসবুকে নেভিগেট করে "Home" মেনুর একেবারে ডানদিকে তীর চিহ্নটিকে ক্লিক করুন
৩। ড্রপ-ডাউন মেনু থেকে "Settings" নির্বাচন করুন।
৪। বাম দিকের মেনু থেকে "Privacy" ক্লিক করুন। এর ফলে “Privacy Settings and Tools” পেজটি প্রদর্শিত হবে। এখানে আপনার সুবিধামত নিচের অপ্শনগুলি থেকে প্রয়োজনীয় পরিবর্তন করুন। পরিবর্তন করার জন্য ডান দিকের “Edit”এ ক্লিক করুন
সবশেষে Settings সম্পন্ন করে বেরিয়ে আসুন।
আমি মুজিবুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।