বাতিল হতে পারে গ্রামীণফোন এর লাইসেন্স! – গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা আদায়ে কঠোর হবে বিটিআরসি – এই টাকা না দিলে অপারেটরটির এনওসি বন্ধ, কল ব্লক এমনকি লাইসেন্সের বিষয়ে শোকজ কর হতে পারে

 

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর জিপির লাইসেন্স  বাতিল হতে পারে! গ্রামীণফোনের কাছে বি টি আর সির  পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এখনও বি টি আর সি কে দেয় নি গ্রামীণফোন, এই টাকা না দিলে যা হতে পারে তা নিচে তুলে ধরা হলঃ

"""" এদিকে নাম প্রকাশের অনিচ্ছুক বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, পাওনা টাকা আদায়ে হার্ডলাইনে যাবে কমিশন। এ জন্য আইন মেনে তাদের সেবা দানের এনওসি অবৈধ বা বন্ধ করে দেয়া হতে পারে। একই সঙ্গে গ্রামীণফোনের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করে দেয়া হতে পারে। """

যুগান্তর ওয়েবসাইট থেকে পুরো সংবাদ পড়ুন. https://www.jugantor.com/tech/171629

টেক শহরঃ  https://techshohor.com/147282

Level 0

আমি ইন্টারনেট অফার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস