বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “

বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনা _

আর্মি সাধারন সৈনিক মূলত ২ টি সার্কুলার এর মাধ্যমে নেয়া হয় একটি এস এম এস এর মাধ্যমে অন্যটি ব্যাংক ড্রাফট এর মাধ্যমে –
আলাদা বিষয় গুলোঃ
এস এম এস মাঠ বা বি আর ইউ
GPA-3.00 (মিনিমাম)

বয়স-১৭-২০

সুবিধা ঃ

    • এস এম এস মাঠ এ নিয়োগ বেশি দেয়া হয় মানে চাকরি হওয়ার সম্ভনা বেশি থাকে।
    • সাঁতারপরীক্ষা নেয়ার সম্ভাবনা কম থাকে।
    • প্রক্রিয়া কম মানে দ্রুত সকল কাজ সম্পুর্ন করা হয়।

অসুবিধাঃ

  • এই মাঠ এ ২ টি কোর ই দেয়া হয় ৯০% রিকুট কে (বীর এবং বেঙ্গল)।
  • মেডিক্যাল কঠিন হয়।

ব্যাংক ড্রাফট মাঠ বা টেকনিক্যাল ট্রেড 

GPA-3.0 (মিনিমাম)

বয়স-১৭-২১

সুবিধা ঃ

  • মেডিক্যাল তুলনা মুলক সহজ হয়।
  • নিদিষ্ট কোর পাওয়া জায় (যা পুর্বে উল্লেখ থাকে)।
  • ট্রেড প্রাপ্ত সৈনিক (যেটি এস এম এস মাঠ এ ট্রাইনিং এর পর দেয়া হয়)।

অসুবিধাঃ

  • টেকনিক্যাল ট্রেড এ নিয়োগ কম দেয়া হয় মানে চাকরি হওয়ার সম্ভনা কম থাকে।
  • সাঁতারপরীক্ষা আবশ্যক।
  • প্রক্রিয়া বেশি মানে অনেক গুলো প্রসেস এর মাধ্যমে এ নিয়োগ হয়।

[এস এম এস মাঠ এবং ব্যাংক ড্রাফট মাঠ এর শারীরিক যোগ্যতা /বেতন-ভাতা/ এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রায় সমান]

(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)। এবং পরবর্তীতে কোন বিষয় এ টিউন চান সেটি বলতে পারেন আমি চেষ্টা করবো শেয়ার করার।

(আমি বিভিন্ন চাকরী সম্পর্কে বিস্তারিত সহ আপনাদের সাথে আলোচনা করবো)

 (গ্রুপ এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে গ্রুপ এ জানিয়ে দিবো _

  যে কোন সমস্যায় আমার  মেসেঞ্জার গ্রুপ এ জয়েন করতে পারেন (লিংক – Career Messeges)

ডিফেন্স চাত্থ/অথবা বাংলাদেশে এর মোস্ট পপুলার জব সম্পর্কে বিস্তারিত/আরো কোন তথ্য জানার জন্য আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন।
(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)
আমাদের চ্যানেল - Career Messeges । যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

(কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন)

ভালো থাকবেন

(আল্লাহ্‌ হাফেজ)

Level 0

আমি রাকিব খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস