Top 5 Stylish Windows 7 রিভিউ সাথে ডাউনলোড লিংক

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির Windows 7 অপারেটিং সিস্টেম নিয়ে কিছু কথা বলতে এবং সাথে থাকবে Windows 7 Iso ডাউনলোড লিংক।

আমরা যারা পিসি অথবা ল্যাপটপ চালাই তারা সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি এর মূল কারন এর সহজ ফিচার অথবা অসংখ্য সফটওয়্যার অথবা সবাই চালায় বলেই চালাচ্ছি এরকম হতে পারে।

(তবে Expert দের কথা আলাদা)

তবে Windows 7 কেন চালান বা চালাবেন তা নিয়ে আমার আজকের আর্টিকেল টি নয় তাই মূল প্রসংগে ফিরে যাচ্ছি।

Windows  মূলত System Software অথবা Operating System নামে পরিচিত। যার মূল কাজ হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যে যোগাযোগ স্থাপন করা যাতে আমরা তার মাঝে Window আকারে নানান সফটওয়্যার কিংবা গেমস খেলতে সক্ষম হই সাথে Input এবং Output ডিভাইসের মাধ্যমে সহজভাবে Operate করতে পারি।

Windows 7 এর ইতিহাসঃ

Windows 7 মূলত Personal কম্পিউটার এর জন্য তৈরী অপারেটিং সিস্টেম যার নির্মাতা হলো Microsoft. Windows 7 হলো Windows NT Family এর অংশ যা প্রথম প্রকাশ করা হয় জুলাই মাসের ২২ তারিখ ২০০৯ইং সালে তবে সবার জন্য উন্মুক্ত করে ২২ অক্টোবর ২০০৯ ইং সালে।

Windows 7 একটি Hybrid কার্নেল। Windows 7 বর্তমানে IA-32 এবং *86 এবং 32 বিট এর প্লাটফর্ম থেকে চালানো যাবে।

Windows 7 এর ফিচার সম্পর্কে আর কি জানাবো আপনারা তো আশা করি এতে Expert. তাই আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বোনাস হিসাবে  Windows 7 এর Stylish অথবা Moded পাঁচটি Edition.

Alienware Blue Edition রিভিউঃ

 Alienware  Blue Edition বানানো হয়েছে Windows 7 official কে Customize করে। দেওয়া হয়েছে Awesome Look সাথে Rocket Dock  সংযুক্ত। মোট কথা আপনার পিসিকে একটি ঝাকানাকা রুপ দিতে Alienware Blue  Edition একবার ব্যবহার করে দেখতে পারেন।

সর্বনিম্ন 6 GB খালি স্পেস দরকার হবে Ram 1 GB হলেই হবে  আরো রয়েছে স্পেশাল কিছু ফিচার যা ইন্সটল করলেই বুঝে পাবেন।

ডাউনলোড লিংক

Windows 7 Razer Edition রিভিউঃ

Microsoft Net Framework 4.7 আর সাথে USB 3.0 সাপোর্টেড।   Viper Service  Deactive করা হয়েছে। Razor Sound  Pack এবং Icon Pack যুক্ত করা হয়েছে। প্রকৃতি যেমন সবুজ তেমনি সবুজ দিয়ে Customize করা হয়েছে এক কথায় অসাধারন।

সর্বনিম্ন ১০ GB খালি স্পেস থাকতে হবে।

1GB Ram হলেই হবে।

Core 2 Due এবং উপরের সংস্করনে চলবে।

ডাউনলোড লিংক

Windows 7 Rog Rampage Edition রিভিউঃ

Windows 7 Rog Rampage Edition মূলত গেমারদের জন্য Customize করা যাতে থাকছে গেমিং Wide Interface. নতুন সব  Wallpaper এবং  Theme. স্টাইলিশ Start Menu. এছাড়াও পরিবর্তন আনা হয়েছে অনেকাংশে যেমন ধরুন আপডেট করা হয়েছে Software এবং গেমিং সুবিধার্থে কিছু Build সফটওয়্যার পাওয়া যাবে।

ইন্সটল করতে সর্বনিম্ন 10GB খালি জায়গা থাকতে হবে।

1GB  Ram থাকতে হবে।

Core 2 Duo সহ পরের সংস্করনে চলবে।

ডাউনলোড লিংক

Windows 7 Golden Editionঃ

Windows 7 Golden Edition দেখতে যেমন চমৎকার ব্যবহারেও মজা আর সাথে Security System টাও অনেক কড়া। যা দেখবেন সব Golden মনে হবে। এট সম্পূর্ণ Lightweight ভার্সন গেমার দের জন্য আমি সাজেস্ট করবো। এতে রয়েছে Built In অনেক সফটওয়্যার সাথে কিছু গেমস ও থাকছে নতুন।

 অসাধারণ Theme Effect  এতে রয়েছে। এক কথায় একটি অসাধারণ অপারেটিং অভিজ্ঞতা দিতে এটি পুরো প্রস্তুত।

10GB খালি স্পেস থাকতে হবে।

1GB Ram লাগবে।

Pentium 4 এবং এর উপরের সংস্করনে চালানো যাবে।

ডাউনলোড লিংক

Windows 7 Aero Blue Lite Edition রিভিউঃ

Windows 7 Aero Blue Lite Edition টা সুপার ফাস্ট সাথে গেমারদের পছন্দ। Cpu পাওয়ার কম খরচ করে অন্যগুলোর থেকে। User  Friendly Interface তো আছেই। Aero Blue Lite Edition কে Perfect Security System বলা হয়।

এছাড়াও যে সফটওয়্যার থাকছে Build দেখে নিন

Foxid Reader v2.3

Typing Master Pro v7.0

Internet Download Manager 6.25 Build 12

WinRAR 5.31 Final

USB Disk Security 6.5 Final

Free ISO Burner 1.2

uTorrentPro 3.4.5 Build 41372

Free Fire Screensaver Final

Aero Glass Player and others

চালানোর জন্য 6GB খালি জায়গা থাকতে হবে।

Ram 1 GB হলেই চালানো যাবে।

প্রসেসর 1Ghz হতে হবে সর্বনিম্ন।

ডাউনলোড লিংক

তাহলে উপভোগ করুন আর কোন Edition টি আপনার ভালো লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

এরকম আরো টিউন পেতে ঘুরে আসুন আমার সাইটে
সাইটের লিংক

সৌজন্যে: সাইবার প্রিন্স 

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস