বাংলাদেশী এগারো ওয়েব ডোমেইন এবং হোস্টিং প্রভাইডর

সম্প্রতি বাংলাদেশে ডোমেইন এবং হোস্টিং প্রভাইডারদের ব্যাপারে ঘাটতে গিয়ে দুইটি ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হই। কিন্তু সার্চ ইঞ্জিন হিস্টোরির ডেটা ইউস করে ফেসবুক নিউসফিডে ক্রমাগত একটার পর এক ওয়েব ডোমেইন হোশটিং প্রভাইডরদের অ্যাড শো করছিল ফেসবুক। পরে লাগতে পারে ভেবে নিউসফিডে অ্যাড আসা সবগুলো ডোমেইন হোস্টিং প্রভাইডরের ওয়েবসাইট লিংকই কালেক্ট করে রেখেছিলাম। আজ সেগুলো এখানে শেয়ার করছি, যেন যারা ডোমেইন কিংবা হোস্টিং কেনার কথা ভাবছেন তারা উপকৃত হন অনেকগুলো অপশন থেকে বাছাই করে সর্বোত্তম প্রভাইডরের সার্ভিস কিনতে পারেন।

 

ইচ্ছে ছিল সবগুলো প্রভাইডরের সার্ভিসগুলোর আলাদা বর্ণনা দিব। কিন্তু সার্ভিস প্রভাইডরদের প্যাকেজগুলো প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। নানা সময়ে, বিশেষত ফেস্টভকেন্দ্রিক (যেমন নববর্ষ, ঈদ ইত্যাদি) তারা ডিসকাউন্ট অফার করে থাকেন প্যাকেজগুলোতে। ফলে আলাদা বর্ণনার ব্যাপারটি সম্ভব হচ্ছে না।

 

প্রভাইডরদের মধ্যে কমন ব্যাপারটি হচ্ছে তারা সকলেই বাংলাদেশী কারেন্সি, এবং দেশীয় পেমেন্ট সিস্টেম (যেমন বিকাশ, রকেট ইত্যাদি) গ্রহণ করেন। ফলে বাড়তি ঝামেলা পোহানো ছাড়াই যে কেউ সহজে তাদের পছন্দের ডোমেইন ও হোস্টিংয়ের প্যাকেজ কিনতে পারবেন।  

 

যে ওয়েবসাইটগুলি আমি লিস্ট করেছিলাম

 

১। অ্যাড্রয়েট এস এস ডি (https://www.adroitssd.com/bangladesh)

 

 ২। হোস্টসেবা (https://www.hostseba.com/index.php)

 

৩। ওয়েব হোস্ট বিডি (https://www.webhostbd.com/)

 

৪। আইটি নাট হোস্টিং (https://itnuthosting.com.bd/)

 

৫। ই বি এন হোস্ট (https://www.ebnhost.com/)

 

৬। পাএপ (https://www.paeap.com/)

 

৭। এ ডি এন সার্ভার্স (https://adnservers.com/)

 

৮। হোস্ট অ্যাক্সেন্ট (https://www.hostaccent.com/)

 

৯। ফিউচার আইটি হোস্ট (https://futureithost.com/)  

 

১০। হোস্ট রেয়ার (https://www.hostrare.com/)

 

১১। মিউকা হোস্ট (https://mucahost.com/)

Level 0

আমি কাউসার হামিদ জাওয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস