বাংলালিংক সিমে 30 টাকায় 2জিবি ইন্টারনেট নিয়ে নিন যত খুশি ততো বার। মেয়াদ 7দিন।
এই অফার সব সিমের জন্য। শুধু নতুন সিমের জন্য অফারটি নয়। বাংলালিংক দিচ্ছে দেশের এক নাম্বার নেটওয়ার্ক শেবা। আপনাকে অফার নিতে প্রথমে আপনার মোবাইল থেকে *888# ডায়াল করুন। তারপরে 6টা অপসান পাবেন একটু ভালো করে খেয়াল করুন দেখবেন আপনার সিমে অফারটি আছে। যদি অফারটি এই রকম হয় 1) 2) 3) 4) 5) 6) সেখান থেকে আপনার 30টাকায় 2জিবি অফারটি বেছে নিন। যদি আপনার অফারটি 6 হয়ে থাকে তাহলে আপনি মোবাইল থেকে অপসানে 6 দিয়ে ওকে করুন। তারপরে 1 দিয়ে বাই করে কিনে নিন। আপনার মোবাইলে অবশ্যই 30টাকা থাকতে হবে। শুধু মাত্র 30টাকাই ব্যালেন্স থেকে কাটা হবে।
আরো সুন্দর সুন্দর অফার জানতে আমার ওয়েবসাইট থেকে ঘুরে অসুন।
ধন্যবাদ
আমি রাজুশেখ রাজুশেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।