5 মিনিটের মধ্যে একাউন্ট খুলে নিয়ে নিন 400 টাকা সাথে সাথে উইথড্র নিতে পারবেন বিকাশে সীমিত সময়ের জন্য

    আশা করি শো সবাই ভাল আছেন।  ‌উপরের টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা কি পরিমান আর্নিং সাইট একটা। সাইনআপ করলেই পাচ্ছেন$4 ডলার 25টি COin এবং দশটা রেফার করলেই পাচ্ছেন$40। কোনো  কাজ করতে হবে না।
  1. কয়েন এর বর্তমান বাজার দাম কত সেটা দেখে নিন।

সুতরাং বুঝতেই পারছেন বর্তমান বাজারে COin টির চাহিদা কত পরিমান রয়েছে। এখানে কোন প্রকার কাজ করতে হবে না শুধুমাত্র একা একটা একাউন্ট খুলে রাখলেই হবে। রেফার না করলেও কোন সমস্যা নাই।

আপনি যদি ভালো করে মানের একটা আর্নিং চান তাহলে 10 জনকে রেফার করতে হবে। করলে আপনি পাবেন 4000 টাকা। সর্বমোট আপনি 4 হাজার 400 টাকা পাবেন। প্রতিদিন দাম উঠা-নামা করতে থাকে যেদিন বেশি দাম হবে সেদিন বেশি টাকার কয়েন গুলো বিক্রি করে আপনার বিকাশে টাকা নিতে পারবেন।

    একাউন্ট কিভাবে খুলবেন সেটা দেখার জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন। লিংকে ক্লিক করে।

atomicwallet.io?kid=YW7GS

প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

নিচের স্ক্রিনশট গুলো ফলো করুনঅ্যাপ টি ইন্সটল হলেেে ক্রেডিট নিউ ওয়ালেট এ ক্লিক করবেন। তারপর নতুুুন একটা পাসওয়ার্ড দিবেন। পুনরায় সেই পাসওয়ার্ডটি আবার দিবেন।

যখন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তখনই তাকে স্ক্রীনশট করে রেখে দিবেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে বা ফরমেট হয়ে গেলে এটা নিয়ে কাজে লাগবে।

 

Creat New Account মনোযোগ সহকারে লক্ষ করুন টোকেন কোড কোড ভুল হলে কিন্তু টোকন পাবেন না। পরে কিন্তু আমাকে সেজন্য দোষ দিতে পারবেন না। স্ক্রীনশট গুলো ভালোভাবে লক্ষ করুন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এবং সেটিংস এ ক্লিক এ ক্লিক করুন।

সেটিংস এ ক্লিক করার পর থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন Airdrop এ ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট ফলো করুন।

আপনার ইমেইল টি দিন। এরপর প্রমো কোর্টের ওইখানে আমার কোডটি ইউজ করুন সবগুলো বড় হাতের অক্ষর।

YW7GS

এটা হল আমার রেফার কোড আমার রেফার কোড ইউজ না করলে কিন্তু প্রথমে আপনারা টোকন পাবেন না এর জন্য কিন্তু আমি দায়ি থাকব না সেজন্য আপনাদের এই কোডটি ইউজ করতে হবে। সাইন আপ এ ক্লিক করুন। তারপর আপনার ইমেইল আইডি ভেরিফিকেশন যাবে সেখান থেকে ভেরিফাইড করে নিন।

ই-মেইলটি ভেরিফিকেশন করা হলে আপনার সম্পূর্ণ কাজটি শেষ। সর্বশেষ কথাটি হচ্ছে যে আপনি অন্য জনকে রেফার করবেন কিভাবে আপনার বন্ধুদের রেফার করবেন কিভাবে আপনার আর্নিং বাড়াবেন কিভাবে এখন সেই বিষয়টি দেখাবো আপনার ভালো করে লক্ষ্য করুন আপনার রেফার কোড টি কোথায় পাবেন।

আপনার ইমেইল ভেরিফিকেশন করা হয়ে গেলে আপনার ইমেইল ভেরিফিকেশন এর পরপরই আপনাকে আরেকটি ইমেইল পাঠাবে তারা। সেখানে আপনার রেফার কোড টি দিয়ে দিবে।

একাউন্টটি আমি কালকে রাতে করেছিলাম। ভেরিফিকেশন করার পরেই  আমাকে আমার Reffer Code দিয়েছি। এটাই হচ্ছে আমার রেফার কোড আপনি যখন আপনার একাউন্ট ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ ভাবে আমি যেভাবে বললাম সেইভাবে ঠিক তারপর ভেরিফিকেশন করার পরে আপনাকে ও ঠিক এরকম একটি কোড দেওয়া হবে আপনার রেফার কোড। আশা করি বিষয়টি বুঝতে পারছি না বেশি সময় না ঠিক পাঁচ মিনিটের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে রাখলে আপনি পাচ্ছেন 400 টাকা এবং আপনার বন্ধুদের 10 জনকে রেফার করলে পাচ্ছেন আরও 4 হাজার টাকার  4400 টাকা টাকার মতো আপনি পাচ্ছেন।

 

টাকাটা তুলবেন কিভাবে টাকাটা আপনার হাতে আসবে কিভাবে। সেই বিষয়টির কথা এখন বলবো। তারা ইমেইল এ বলে দিয়েছে একাউন্ট করার পর ঠিক 15 দিন পর অথবা 20 দিন পর আপনার একাউন্টে সেই রেফার ও একাউন্ট অনুযায়ী  জমা হয়ে যাবে।

শুধু মাত্র 5 মিনিট কাজ করলে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে।  একটা বিষয় আপনারা কিন্তু এই অ্যাপসটি আনইনস্টল করে রাখবেন। উইথড্র তার বিষয় নিয়ে আমি আর একটা টিউন করব।

 

ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার টিউনের মধ্যে যদি আমি কোন প্রকার ভুল  হলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে কোনো সমস্যা যে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি সাগর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস