যাদের স্মার্ট আইডি কার্ড আছে, তাদের জন্য সুখবর প্রতি কার্ড ৬০ টাকা করে দেওয়া হবে

আসছালামুয়ালাইকুম…

প্রিয় ভিজিটর!

 

আশা করছি সবাই ভালো আছেন।

 

আজ আপনাদের জন্য আমি একটা কাজ নিয়ে হাজির হয়েছি।

 

এই কাজের দ্বারা আমি যেমন লাভ বান হবো,

তেমনি আপনারাও লাভবান হবেন।

 

সবার লাভের আশাই আজকের এ টিউন।

 

এ কাজে অংশ গ্রহণ করতে অবশ্যই আপনার স্মার্ট কার্ড থাকা লাগবে।

 

আর প্রতি স্মার্ট কার্ডের জন্য আপনি 60 টাকা করে পাবেন।

 

টাকা দেওয়া হবে বিকাশ এবং রির্চাজ এর মাধ্যমে।

 

এই কাজটি আপনি ছোট্ট দুটি স্টেপ এ সম্পূর্ন করতে পারবেন।

চলুন শুরু করি,

প্রথম স্টেপ/ধাপ….

আপনার স্মার্ট কার্ডের সামনের পেজের একটা ছবি

 

আপনার স্মার্ট কার্ডের পেছনের পেজের একটা ছবি

 

একটা কাগজে Cobinhood+যে দিন Documents গুলি Submit দিবেন, সে দিনের তারিখ টা লিখে নিন

 

 

 

 

এবং স্মার্ট কার্ডটি যার,

তাকে স্মার্ট কার্ড+ওই কাগজ টা নিয়ে একটা ছবি তুলে নিন

 

প্রথম ধাপ শেষ
দ্বিতীয় ধাপ.এখানে যান
গিয়ে এখানে আপনার মেইল টা দিন

 

তারপর Add File এ ক্লিক করুন।

 

তারপর Select File এ ক্লিক করুন

 

তারপর Gallary থেকে স্মার্ট কার্ডের সামনের পেজ টা Select করে দিন

 

তারপর Upload এ ক্লিক করুন।

 

এভাবে,

পেছনের পেজ এবং Selifie টা Upload করুন।

 

তারপর এখানে আপনি টাকা বিকাশ নিবেন নাকি রির্চাজ এ নিবেন সেটা Select করুন এবং নিছে নাম্বার দিয়ে Submit দিন।

 

24 ঘণ্টার মধ্যে আপনার Documents গুলি দেখা হবে।

 

যদি সব কিছু ঠিক থাকে, গ্রহণ যোগ্য মনে হয়।

 

আপনার দেওয়া নাম্বার এ টাকা পৌছে যাবে।

আর যদি গ্রহণ না হয়, আপনার দেওয়া মেইল এ কারণ টা উল্লেখ্য করে মেইল যাবে।

বিঃদ্রঃ- যদি আপনার স্মার্ট কার্ড না থাকে তবে,

ফ্যামিলির যে কারো দ্বারা চেষ্টা করতে পারেন।

এবং

আমরা আপনার Documents এর সর্বচ্ছ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো।

সতর্কতাঃ-স্মার্ট কার্ডের Details যেন, নিখুত ভাবে দেখা যাই, এমন ভাবে ছবি তুলবেন।

(2)ছবি তোলার সময় স্মার্ট কার্ডে থাকা প্লাস্টিক/কভার টা খুলে পেলবেন।

(3) পুরানো কার্ড গুলো দিলে হবে না, অবশ্যই স্মার্ট কার্ড লাগবে

খোদা হাফেজ

বিস্তারিত জানতে ফেসবুকে আমি

Level 0

আমি মোঃ খলিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস