চলুন ঘুরে আসি মদিনা থেকে ইয়ানবুতে

সময়টা এপ্রিল মাসের শুরুর দিকে গৃষ্ম কালের  সূচনা হলো। মরুর বুকে ছটফট করছিলাম আর ভাবছিলাম যদি একবার বাহিরে কোথা থেকে ঘুরে আসা যেত, তাহলে অনেক ভালো হতো। যেমন কথা ছিল তেমনই কাজ করা শুরু হল শুরু হলো পরিকল্পনা ঘুরতে যাওয়ার জন্য ছোট ভাই এবং বন্ধুদের রাজি করালাম। যখন ছোট ভাই এবং বন্ধুদের রাজি করালাম, তারপর চিন্তা করলাম আশেপাশে কোথায় যাওয়া যায়, কারনটা হল আমরা মাত্র একদিনের ছুটি পেয়েছি বেশি দূরে জার্নি করলে কর্মস্থলে যোগ দিতে সমস্যা হবে। তাই পরিকল্পনা করলাম মদিনার আশে পাশে ঘুরতে যাওয়া যাক হঠাৎ করে মাথায় চলে আসলো মদিনা থেকে 195 কিলোমিটার দূরে সমুদ্র সৈকতের নাম হচ্ছে আল রাইস। পরিকল্পনা একেবারে পাক্কা। শুধু এখন যাওয়ার পালা। বৃহস্পতিবার কর্মস্থলের ডিউটি শেষ করলাম, করেই চটপট করে তৈরি হয়ে নিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে পাশাপাশি ছোট ভাই এবং বন্ধুদের বললাম তৈরি হতে। আমরা যখন আল রাইস এর উদ্দেশ্যে মদিনা ত্যাগ করলাম সময় তখন রাত্র 10:30 যাওয়ার শুরুতেই হালকা-পাতলা কিছু নাস্তা করে নিলাম। এখন আল রয়েছে উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। গাড়ি স্টার্ট করলাম আর আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। আবহাওয়া টা ছিল খুবই চাঞ্চল্যকর না গরম না ঠান্ডা হালকা মৃদু বাতাস যেন ছুয়ে দিয়ে যাচ্ছে আমাদের দুহাতের ডানা এবং চোখের চাউনিতে। চলুন বাকিটা দেখিয়াছি ভিডিওগ্রাফি নিচে ইউটিউব এর লিংক দেওয়া হল।

Level 0

আমি আমাদের ডিজিএম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস