টেলিটক ‘ বর্ণমালা’ সিম কিভাবে পাবেন? দেশের সেরা কলরেট অফারটি আপনি উপভোগ করুন!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আপনারা সবাই জানেন যে, বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর হচ্ছে ‘টেলিটক’। গত কয়েক বছর ধরে SSC পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ‘ আগামী’ সিম প্রদান করছে টেলিটক,  এবং সেখানে থাকছে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা এবং স্পেশাল কলরেট সহ সাশ্রয়ী ইন্টারনেট অফার। এতদিন এই বিশেষ সুবিধা সম্বলিত ‘আগামী’ সিমটি শুধু জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেলেও এবার এসএসসি পাশ যে কোন শিক্ষার্থীর জন্য টেলিটক নিয়ে এসেছে একটি নতুন সিম,  যার নাম_“বর্ণমালা” (মূল্য: ৫০ টাকা মাত্র)। ‘আগামী’ সিম এর মত এই সিমে সকল সুবিধা না থাকলেও অন্যান্য অপারেটর সিম এর থেকে অনেক বেশি সুবিধা আছে এই সিমে।

 

এতদিন সিমটি শুধু অমর একুশে বইমেলা উপলক্ষে দেওয়া হতো,  এবং এটি আবেদনের শেষ তারিখ ছিল 30April 2015 পর্যন্ত পরে আবার বৃদ্ধি করে 31July 2015 পর্যন্ত করা হয়। 1995 সাল থেকে 2014 সালের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা এই সিমের জন্য আবেদন করতে পারত। কিন্তু এখন 2005 সাল থেকে 2018 সাল এর মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকলেই এই সিমটি জন্য আবেদন করতে পারবেন এবং সিমটি নিতে পারবেন।

 

 

‘বর্ণমালা’ সিমের সুবিধা সমূহ

 

সুবিধার দিক দিয়ে সিমটি ‘আগামী’ প্যাকেজ এর থেকে কিছুটা কম হলেও অন্য যেকোনো অপারেটর এর যে কোন প্যাকেজ এর তুলনায় ভালো। চলুন দেখা যাক কি কি সুবিধা থাকছে এই ‘বর্ণমালা’ সিমে।

 

অ্যাক্টিভেশন বোনাস:

 

৫০ মিনিট ভয়েস কল (off-net) মেয়াদ ৩০দিন।

৫০ টি এস.এম.এস. (off-net) মেয়াদ ৩০দিন।

৫০ টি এম.এম.এস. (off-net) মেয়াদ ৩০দিন।

এবং পাচ্ছেন 2 জিবি ডাটা যার মেয়াদ থাকবে সাত দিন।

 

 

স্পেশাল কলরেট:

 

অডিও কল (On-net): ৩০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস) দিন-রাত ২৪ ঘন্টা।

ভিডিও কল (On-net): ৩০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস) দিন-রাত ২৪ ঘন্টা।

অডিও কল (Any local number): ৪৫ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস) দিন-রাত ২৪ ঘন্টা।

ভিডিও কল (Any local number): ৪৫ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস) দিন-রাত ২৪ ঘন্টা।

প্রতি এসএমএস: ৩০ পয়সা (যে কোন নাম্বারে)।

* VAT, SD & Surcharge are applicable in all tariff.

সাথে থাকছে প্রতি ৩০ টাকা রিচার্জে ৩০ মিনিট ও ৩০ টি SMS (On-net),  এবং ৬০ মেগাবাইট ডাটা (মেয়াদ ৩ দিন)।

 

 

স্পেশাল ইন্টারনেট অফার:

1 জিবি ডাটা 23 টাকায় মেয়াদ 7 দিন।

1 জিবি ডাটা 44 টাকায় মেয়াদ 30 দিন।

2 জিবি ডাটা 83 টাকায় মেয়াদ 30 দিন।

3 জিবি ডাটা 59 টাকায় মেয়াদ 10 দিন।

5 জিবি ডাটা 93 টাকায় মেয়াদ 15 দিন।

10 জিবি ডাটা 179 টাকায় মেয়াদ 30 দিন।

এছাড়াও প্রতি 30 টাকা রিচার্জে পাচ্ছেন তিন দিন মেয়াদে 60 এমবি ইন্টারনেট ফ্রী।

 

টেলিটকের এই আকর্ষণীয় বর্ণমালা সিম কিভাবে পাবেন সেই চিন্তা করতেছেন তো?  সিমটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে পাবেন সে বিষয়ে সকল কিছু জানতেএখানে ক্লিক করুন।

 

Level 0

আমি দেলোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস