অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা! আসসালামুয়ালাইকুম টেকটিউনস পরিবার!
কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন।
আজকে আমি আলোচনা করব Internet Download Manager (IDM) নিয়ে।
অনেকেই শুনে থাকবেন এই টুলসের কথা বা প্রয়োজনীয়তা না শুনলেও সমস্যা নাই আমি বলছি।
(IDM)- Internet Download Manager যেটা অনেক বহুল প্রচলিত সফটওয়্যার।
খুব বেশি এমবির ফাইল কম সময়ের মধ্যে ডাউনলোড করার জন্য মূলত IDM ব্যবহার করা হয়।
আইডিএম এর ফ্রি অথবা পেইড ভার্সন পাওয়া যায় তাদের অফিশিয়াল ওয়েব সাইটে তবে ক্রেক ভার্সন আপনি খুব কমই পাবেন আমি আজকে আপনাদের সাথে আইডিএম এর ক্রেক ভার্সন শেয়ার করব যেটা এই মাসে রিলিজ হয়েছে।
IDM এর ক্রেক ভার্সন যে আপনি পাবেন না তা নয় অনেক পাবেন তার মধ্যে সঠিক দুই একটা পাবেন কিনা তাতে সন্দেহ! কারন অনেক সফটওয়্যারেই বর্তমানে ভাইরাস থাকে।
যারা আগে থেকেই আইডিএম ব্যবহার করেন তারা চাইলে রিপ্লেস করে নিতে পারেন।
কিভাবে আইডিএম (IDM) ব্যবহার করবেন.?
১.প্রথমে
IDM - Internet download Manager এর Zip File
ডাউনলোড করতে ক্লিক করুন এইখান থেকে ডাউনলোড করে নিন!
২.তারপরে এক্সটাক্ট করুন।
৩.সফাটওয়্যারটি ইনস্টল দিন।
৪.আপনার Mozila Fairfox browser টি অপেন করুন কিছু ডাউনলোড শুরু করুন
Downloads এ যান তারপরে লিংকটা কপি করুন।
৫.আপনার IDM এ ফিরে যান।
ডান পাশের উপরে URL লেখাতে ক্লিক করুন।
৬.paste করুন এবার Ok করুন
এবার দেখতে থাকুন! এই সফটওয়্যারটি ব্যবহার করে যদি কেউ উপকৃত হয়ে থাকেন মন্তব্যে অবশ্যই জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে
আমি শাহরিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।