আশাকরি সবাই ভাল আছেন।
অনেক দিন পর টেকটিউনস এ নতুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম।
তো আমি এবার বেশি কথা না বলে সরাসরি টিউনে চলে যাচ্ছি।
১ প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন প্লে স্টোর থেকে সরাসরি App টি ডাউনলোড করুন।
২. এবার অ্যাপ টি ইন্সটল হয়ে যাওয়ার পর অ্যাপ টি ওপেন করুন ওপেন করার পর আপনার ফেসবুক আইডি অথবা জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে।
৩. সাইন আপ করার জন্য আপনাদের একটি রেফারেল কোড এর প্রয়োজন হবে। আপনি আপনার জিমেইল দিয়ে যখন সাইন আপ করবেন তখন একটু লোড নেওয়ার পর অবশ্যই একটি রেফারেল কোড এর ইন্টারফেস আসবে সেখানে অবশ্যই এই 1250905 রেফারেল কোডটি বসিয়ে দিবেন। তা না হলে সাইন আপ হবে না।
৪. তো সাইন আপ সম্পূর্ণ করার পর আপনারা দেখতে পাবেন কয়েকটা অপশন। সেগুলো হচ্ছে Home, Announcement, Treasure, Profile, Invite। Announcement অফশনে মূলত থাকে আপনি অ্যাপ এ কিভাবে কাজ করবেন সেগুলো সঠিকভাবে দেওয়া আছে। আর ট্রিজার অপশন থেকে আপনারা কয়েন আর্নিং করতে পারবেন।
৫. কয়েন আর্নিং এর ক্ষেত্রে অবশ্যই প্রতি 3 হাজার কয়েন পর পর একটি অ্যাড এ ক্লিক করতে হবে। অ্যাড এ ক্লিক করার পর যদি কোন ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে সম্পূর্ণ ভিজিট করতে হব। আবার যদি অ্যাড এ ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে যায় তাহলে যে অ্যাপ আসবে সেই অ্যাপটি ইনস্টল করতে হবে।
৬. তারপর রেফার অপশন পাবেন আপনার বন্ধুকে আপনি রেফার করলে আপনি দশ হাজার কয়েন পাবেন এই দশ হাজার কয়েন মাধ্যমে আপনি আরো বেশি আর্নিং করতে পারবেন।
৭. তো এভাবে আপনারা এই অ্যাপ এ কাজ করবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারেননি।
যদি আমার কোন ভুল হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সামনে দেখা হবে আর নতুন কোন টিউন নিয়ে
খোদা হাফেজ।
আমি মোঃ মিলন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।
I am a blogger. I always like to blogging. I always try to gives most Important contents.