আবারো দাম কমলো ওয়ালটন স্মার্টফোনের

ওয়ালটন এর তিনটি মডেল এর স্মার্টফোন এর দাম কমেছে।  আর এই তিনটি মডেল এর স্মার্টফোনগুলো হলঃ

  • প্রিমো এফ ৮
  • প্রিমো জি এফ ৭
  • প্রিমো জেট এক্স থ্রী

Primo F8

স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম।  একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  জিপিইউ থাকছে মালি-৪০০।  সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা।  ফোনটি ধুসর এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।  তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়। সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।

এক নজরে “প্রিমো এফ ৮” (Primo F8)

  • ৫” ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড ৭.০ নগাট
  • ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রোসেসর
  • রিয়ার ৫ মেগাপিক্সেল অটোফোকাস (সাথে এলইডি ফ্ল্যাস)
  • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা
  • ২০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

পূর্ব মূল্যঃ ৪৭৯৯ টাকা
বর্তমান মূল্যঃ ৪৬৪৯ টাকা 

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo GF7

স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও এর গো এডিশন। একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.২৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা।  ফোনটি নীল এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়।  সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২৭০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।

এক নজরে “প্রিমো জি এফ ৭” (Primo GF7)

  • 4G সাপোর্টেড
  • ৫.৩৪” ফুল ভিউ আই পি এস ডিসপ্লে (১৮ঃ৯ এস্পেক্ট রেশিও)
  • ২.৫ ডি কার্ভ গ্লাস
  • অ্যান্ড্রয়েড ৮.১ (গো এডিটেশন)
  • ১.২৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
  • র‍্যাম ১জিবি DDR3 ; রম ৮জিবি
  • বি এস আই ৫মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সাথে এলিডি ফ্ল্যাশ
  • ফ্রন্টে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সাথে সফট এলিডি ফ্ল্যাশ
  • ২৭০০ এম এ এইচ ব্যাটারি

পূর্ব মূল্যঃ ৫৯৯৯ টাকা
বর্তমান মূল্যঃ ৫৭৯৯ টাকা

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে

Primo ZX3

স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম। থাকছে ৬ ইঞ্চি ২.৫ ডি কারভড আইপিএস ডিসপ্লে। ৬৪ বিট ২.৫ গিগাহার্জ ওকটা-কোর প্রসেসর; যার সাথে আছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম। পিছে ১৩+৫ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা মডিউল এর পাশাপাশি সামনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে জিপিইউ হিসেবে থাকছে মালি টি৮৮০। ফোনটি ৪জি সাপোর্টেড।

এক নজরে “প্রিমো জেট এক্স থ্রী” (Primo ZX3)

  • অ্যান্ড্রয়েড ৭.০ নওগাট
  • ৬ ইঞ্চি ফুল এইচডি ২.৫ডি কার্ভড আইপিএস ডিসপ্লে
  • বিএসআই ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • বিএসআই ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়েল অটোফোকাস ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • থ্রিডি সারাউন্ড সাউন্ড সিস্টেম
  • ৪, ৫৫০ এমএএইচ হাই ডেনসিটি লিথিয়াম পলিমার ব্যাটারি।
  • প্রিমিয়াম মেটাল বডি ডিজাইন
  • ৬৪ বিট ২.৫ গিগাহার্জ অকটা-কোর প্রসেসর
  • এলপিডিডিআর-৪ এর ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম
  • ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • আল্টা ফাস্ট চার্জিং
  • স্প্লিট স্ক্রীন
  • বিল্ডইন ভাইরাস স্ক্যানার
  • স্মার্ট আই প্রটেকশন

এই স্মার্টফোনটির রেগুলার মূল্য ২৪৯৯৯ টাকা।  তবে মজার ব্যাপার হল ওয়ালটন এর ওয়েবসাইট তথা ওয়ালটন ই-প্লাজা থেকে এই স্মার্টফোনটি কিনলে আপনারা সরাসরি পাবেন ২৫ শতাংশ ছাড়; যার মানে এর দাম দাড়াবে ১৮৭৪৯ টাকা মাত্র ;তবে এটা কেবল ওয়ালটন এর অফিসিয়াল ওয়েবসাইট তথা ই-প্লাজা থেকে কিনলেই।

 তো সম্প্রতি ওয়ালটন এই তিনটি স্মার্টফোনে তাদের ব্যাপক মূল্যছাড় ঘোষণা করেছে, আর এর মাধ্যমে এই তিনটি মডেল স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেয়া অনেক সহজ হবে।  নিচে আপনার যেকোনো মতামত থাকলে তা জানাতে ভুলবেন না।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস