ওয়ালটন এর তিনটি মডেল এর স্মার্টফোন এর দাম কমেছে। আর এই তিনটি মডেল এর স্মার্টফোনগুলো হলঃ
স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম। একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি রম। জিপিইউ থাকছে মালি-৪০০। সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা। ফোনটি ধুসর এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়। সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।
পূর্ব মূল্যঃ ৪৭৯৯ টাকা
বর্তমান মূল্যঃ ৪৬৪৯ টাকা
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও এর গো এডিশন। একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.২৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি রম। সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা। ফোনটি নীল এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে। তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়। সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২৭০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।
পূর্ব মূল্যঃ ৫৯৯৯ টাকা
বর্তমান মূল্যঃ ৫৭৯৯ টাকা
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম। থাকছে ৬ ইঞ্চি ২.৫ ডি কারভড আইপিএস ডিসপ্লে। ৬৪ বিট ২.৫ গিগাহার্জ ওকটা-কোর প্রসেসর; যার সাথে আছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। পিছে ১৩+৫ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা মডিউল এর পাশাপাশি সামনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে জিপিইউ হিসেবে থাকছে মালি টি৮৮০। ফোনটি ৪জি সাপোর্টেড।
এই স্মার্টফোনটির রেগুলার মূল্য ২৪৯৯৯ টাকা। তবে মজার ব্যাপার হল ওয়ালটন এর ওয়েবসাইট তথা ওয়ালটন ই-প্লাজা থেকে এই স্মার্টফোনটি কিনলে আপনারা সরাসরি পাবেন ২৫ শতাংশ ছাড়; যার মানে এর দাম দাড়াবে ১৮৭৪৯ টাকা মাত্র ;তবে এটা কেবল ওয়ালটন এর অফিসিয়াল ওয়েবসাইট তথা ই-প্লাজা থেকে কিনলেই।
তো সম্প্রতি ওয়ালটন এই তিনটি স্মার্টফোনে তাদের ব্যাপক মূল্যছাড় ঘোষণা করেছে, আর এর মাধ্যমে এই তিনটি মডেল স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেয়া অনেক সহজ হবে। নিচে আপনার যেকোনো মতামত থাকলে তা জানাতে ভুলবেন না।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।