যদি হঠাত করে আমাদের পৃথিবীতে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সাধারনত আকাশের মধ্যে লক্ষ কোটী পানির বিন্দু একসাথে হয়ে জমে থাকে।
এবং তাপমাত্রা ফ্রিজিং পয়েন্ট থেকে নিচে গেলে এই বিন্দু গুলোই আইস ক্রিস্টালে কনভার্ট হয়ে পরবর্তীতে বৃষ্টি এবং তুষার হয়ে ফিরে আসে।
কিন্তু যদি পানি এবং বরফের বিন্দু কে ভূপৃষ্ঠে আসা থেকে বিরত রাখা যায় তাহলে কি ঘটবে?
আপনি হয়তো মনে করছেন এতে আমাদের তেমন কোন সমস্যা হবে না কারন সমুদ্র এবং মাটীর নিচে থাকা পানি আমাদের জন্য যথেষ্ট।
কিন্তু এটী ভুল ধারনা।
আসল ঘটনা হলো বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেলে এই পৃথিবীতে ধ্বংসের লীলা শুরু হবে।
এবং ওয়াটার সাইকেলের সাথে সম্পর্কিত সব প্রাকৃতিক নিয়মে অনেক বাধা আসবে।
যেমন প্রতিদিন নদি এবং সমুদ্র থেকে পানি Evaporate হয়ে বায়ুমন্ডলে প্রবেশ করে এবং পরে Condensation process এ আকাশে মেঘের রুপ ধারন করে পুনরায় বৃষ্টি হয়ে ফিরে আসে।
এই সাইকেলিং প্রসেস এর কারনে পৃথিবীতে পানির মাত্রা ঠিক থাকে।
এবং এই প্রসেস এর মাধ্যমেই দুষিত পানি ফিল্টার হয়ে বিশুদ্ধ পানি হয়।
নদি এবং সমুদ্র থেকে পানি ইভেপুলেট হবার পর যদি ভূপৃষ্ঠে ফিরে না আসে তাহলে এই সাইকেলিং প্রসেস ভেঙ্গে যাবে।
যার কারনে পৃথিবীর সব গাছ পালা যেগুলো আমাদের মত মানুষ এবং পশুপাখির জন্য খাবার উৎপাদন করতো সেগুলো ধিরে ধিরে শেষ হয়ে যাবে।
বেশি পানি শোন করা silk grass মাটীর আদ্রতা কম থাকার কারনে এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।
যদিও শুষ্ক আবহাওয়াতেও কিছু কিছু গাছপালা বেশিদিন বেঁচে থাকবে কিন্তু একসময় এগুলোও নস্ট হয়ে যাবে।
এবং পৃথিবীতে এরকম শুষ্কতা দিন দিন বাড়তে থাকার কারনে সব গাছপালা ধ্বংস হয়ে যাবে।
এবং পরবর্তীতে সেই গাছপালাকে জন্ম দেয়া অনেক মুশকিল হবে।
যেমনটী আমরা সবাই জানি যে ফলমুল এবং শাকসবজি থেকে আমরা সবাই নিউট্রিশন পেয়ে থাকি সেগুলো আমরা আর কোথাও পাবোনা
তাই আমাদেরকে নদি এবং সমুদ্রের পানিকে পিউরিফাই করে মাটীতে ফেলতে হবে যাতে মাটির আদ্রতা বজায় থাকে।
এবং ফলমুল এবং শাক সবজি ফলতে পারে।
আধুনিক টেকনোলোজি ব্যবহার করে সমুদ্রের পানিকে ডিস্টিরেশন বা ইলেক্ট্রো ডায়ালেসিস প্রসেসের মাধ্যমে খুব সস্তায় পিউরিফাই করা সম্ভব কিন্তু নদি এবং সমুদ্রের পানি কখনো শেষ হবেনা এটী ভুল ধারনা প্রতি বছর ৫ লক্ষ ৭৭ হাজার ৬০ কিউবিক মিটার পানি
ভাস্প হয়ে যায়।
এবং যদি আমরা পানিকে সম্পূর্ণ ব্যবহার করা ছেড়ে দেই তাহলে
২৫০০ সাল পর্যন্ত বৃষ্টি না হবার কারনে নদি এবং সমুদ্রের পানি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং যদি পানিকে নরমালি ব্যবহার করে চলি যেভাবে এতোদিন করে এসেছি তাহলে এই পানি আরো দ্রুত শেষ হয়ে যাবে।
সমুদ্রের পানি কমতে থাকার কারনে সেখানের সব জীব বিলুপ্ত হয়ে যাবে।
আমরা সবাই জানি যে গাছপালা থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি
তাহলে যদি গাছপালাই না থাকে তাহলে ধিরে ধিরে বায়ুমন্ডলের সব অক্সিজেন শেষ হয়ে যাবে।
এই অক্সিজেন দিয়ে আমরা বড় জোড় ২০০০ বছর পর্যন্ত চল তে পারবো।
গাছের বড় বড় পাতা এবং ঘাসের কারনে আবহাওয়াতে আদ্রতা বজায় থাকে।
যা আমাদেরকে ঝড়ো হাওয়া এবং সূর্যের কিরন থেকে রক্ষা করে।
কিন্তু যখন এই সব প্রোটেক্টর থাকবেনা তখন পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়তে থাকবে এবং প্রতি বছর প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়োতে থাকবে।
এত দ্রুত তাপমাত্রা বাড়তে থাকার কারনে Evaporation rate অনেক হাই হয়ে যাবে।
পানি কম থাকার কারনে আমরা অনেক ধরনের রোগ বালাই এর শিকার হবো।
কিন্তু এই রোগবালাই থেকে বাচার জন্য যেই ঔষধ দরকার হবে
সেগুলোকেও আমরা পানি সল্পতার কারনে তৈরি করতে পারবোনা।
অন্য দিকে সব হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্ল্যান্টস এর টারবাইনগুলো সম্পূর্ণ অকেজো হয়ে যাবে।
এবং নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টর গুলোকেও ঠান্ডা রাখা অনেক কস্টের হবে যার কারনে আমরা বিদুয়ত উতপাদন করতে পারবোনা।
এবং এ জন্য সব ফ্যাক্টোরি গুলো বন্ধ হয়ে যাবে।
স্যাটেলাইট কমিউনিকেশনের যেই টেলিফোন ব্যবহার করা হয় সেগুলো ও বন্ধ হয়ে যাবে।
রাতের বেলায় বিদ্যুৎ ছাড়া পুরো পৃথিবী কেমন দেখায় তা হয়তো আমরা কেউ কল্পনাও করতে চাইবোনা
একবার ভেবে দেখুন শুধু বৃষ্টি না হলেই এই দুনিয়া থেকে সব কিছু মুছে যাবে।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা জানবো
যদি পৃথিবীতে বৃষ্টি হওয়া সত্যিই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কাছে জীবিত থাকার মতো কোণ উপায় থাকবে কি না। ?
সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ভিডিও টী ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং প্রতিনিয়ত এধরনের রহস্যময় এবং ভিন্ন ধরনের ভিডীও পেতে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।
আমাদের পরিশ্রমের মুল্য হিসেবে আপনাদের কাছে এই সাবস্ক্রাইব করাটাই আমরা প্রত্যাশা করি,
আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডীও তে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রহস্যজালের সাথেই থাকুন। ধন্যবাদ
আমি মিজানুর রহমান মঞ্জু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।