আমি অনেকের মুখে এমন প্রশ্ন শুনে থাকি. ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়, ইউটিউবে কত ভিউতে কত টাকা, আবার অনেকেও এমন প্রশ্নও করেন যে ইউটিউব কেন টাকা দেয়? তো আজকে আমি আপনাদের এমন প্রশ্নের উওর দেওয়ার চেষ্টা করব। এই টিউনে।
তার আগে বলে রাখি কিভাবে ইউটিউব থেকে আয় করবেন ২০১৯ এ এই সম্পর্কে আমি একটা টিউন পাবলিশ করেছি আমার ওয়েব সাইটে সেটা পড়ে আসতে পারেন।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি.
ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। বলতে গেলে গুগলের সোনার ডিম পারার হরিণ! অনেক ইউটিবারেরও!
আগে ক্লিয়ার করি ইউটিউব কেন টাকা দেয়?
আসলেই এই প্রশ্নটা যারা করে তারা একদমি নতুন। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন আপনি মাঝে বিভিন্ন কোম্পানির এড দেখতে পান। যেমন:- লাইফবয়, রিন, পেপসোডেন্ট আরও বিভিন্ন কোম্পানির এড দেখতে পান। এই কোম্পানিগুলো তাদের কোম্পানির প্রচারের জন্যে গুগলের কাছে এড দেয়। আপনি ভিডিওতে যে এড তা দেখেন এ থেকে যা আয় হয় তা ইউটিউব আর ভিডিও এর মালিক ভাগা-ভাগি করে নেন। হিসাবটা এমন ভিডিও এর মালিক ৫৫% আর ইউটিউব ৪৫%।
কি হিসাবে টাকাটা দেয় ইউটিউব?
ইউটিউব যে হিসাবে টাকাটা দেয় সেটা সত্যি বলতে ইউটিউব ভিউ হিসেব করে পে করেনা। ইউটিউব শুধুমাত্র ENGAGEMENT এর উপর ভিত্তি করে পে করে। আর এই ENGAGEMENT মানে আপনার ভিডিওর সাথে সংশ্লিস্ট বিজ্ঞাপনগুলো ভিউয়াররা দেখছে কি না এবং ক্লিক করছে কি না।
ইউটিউবে কেউ একটি বিজ্ঞাপণের অর্ধেক বা কমপক্ষে ৩০ সেকেন্ড দেখলে কিংবা বিজ্ঞাপণে ক্লিক করলেই কেবল বিজ্ঞাপনদাতার কাছ থেকে CPV/CPC চার্জ করা হয়। এখন ধরুন আপনার ভিডিও ১০, ০০০ ভিউ পেলো। কিন্তু এই ১০ হাজার ভিউয়ারদের সবাই উক্ত ভিডিওতে যুক্ত বিজ্ঞাপণ না দেখে Skip করে দিলো এবং কেউই কোনো বিজ্ঞাপণে ক্লিক করলোনা তাহলে এর জন্য ইউটিউব কিন্তু বিজ্ঞাপনদাতার কাছ থেকে এক পয়সাও পাবেনা।
আর ইউটিউব যখন আপনার ভিডিও থেকে কিছু আয় করতে পারবেনা তখন আপনাকে পে করার প্রশ্নই উঠেনা। আবার কপাল ভালো থাকলে মাত্র ২৫ ভিউ দিয়েও ১$ আয় করা যায়। টাকার পরিমাণ নির্ভর করে বিজ্ঞাপণ দেখা, ক্লিক করা এবং প্রদর্শিত বিজ্ঞাপণের CPC ও CPV রেটের উপর।
টাকার পরিমানটা অনেকাংশে লোকেশনের ওপর ণির্ভর করে। যদি আপনার ভিডিও বাংলাদেশে বা ভারতে ভিও হয় তাহলে আপনার আয় কম হবে। কেননা বাংলাদেশের বা ভারতের সি পি সি কম। বাংলাদেশের সি পি সি ০.০১-০.১০ পযন্ত হয়ে থাকে। তবে ভারতে সি পি সি একটু বেশি হতে পারে।
আর যদি আপনার ভিডিও এর ভিও আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এমন উন্নত দেশে হয় তাহলে বাংলাদেশের তুলনায় কয়েক গুন বেশি হবে।
আর কেমন লাগল ইউটিউব টিউটোরিয়াল অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমি মাহাবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।