গুগল র‌্যাংকিং ফ্যাক্টর

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

গুগল (Google) কিভাবে একটি সাইটকে তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র‌্যাংক করায়, এটা নিয়ে আমাদের কৌতুহলের কোনো শেষ নেই। কারন গুগল কখনই তার র‌্যাংকিং ফ্যাক্টরগুলি (Google Ranking Factors) নিয়ে খোলাসা করে কিছুই বলে না। সবই আমরা যারা এসইও (SEO) নিয়ে কাজ করি তাদের রিসার্চের ফলে জানা গেছে এই রহস্যময় জগত সম্পর্কে।

তো আশাকরি গুগলের এই রহস্য ঘেরা জগতে এবং জানার চেষ্টা করি কিভাকে একটি সাইটকে গুগল র‌্যাংক দেয়? কোন কোন বিষয়গুলি গুগল দেখে?

সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই লেখাটিতে, যেখানে আমি আলোচনা করতে যাচ্ছি গুগল র‌্যাংকিং ফ্যাক্টর নিয়ে।

আর একটি গুরুত্বপূর্ন কথা, গুগলের র‌্যাকিং ফ্যাক্টর নিয়ে আর্টিকেলটি কয়েকটি পর্বে প্রকাশিত হবে এটি ১ম পর্ব

আসুন শুরু করা যাক।

আমরা সবাই জানি অনলাইন দুনিয়াতে সব থেকে Complex বিষয় গুলোর মধ্যে গুগল এর র‌্যাংকিং ফ্যাক্টর বিষয়টি অন্যতম। একটা সময় ছিলো যখন SEO বলতে শুধু মাত্র Meta Tag এবং Backlink কেই বোঝাতো। খুব বেশিদিন আগের কথা নয়, যখন Keyword Stuffing এবং Irrelevant সাইট থেকে Backlink এনে সাইট/পেজ র‌্যাংক করা খুবই সহজ ছিলো।

সেপ্টেম্বর ২০১৩, সালে গুগল এর Hummingbird অ্যালগোরিদম আপডেট আসাটা ছিলো SEO ইন্ডাস্ট্রির জন্য একটা ভূমিকম্পের সমান। আপনারা হয়তো জেনে থাকবেন এই Hummingbird আপডেট গুগলের সার্চ রেজাল্ট পেজ কে কতটা রিলেভেন্ট করেছে। এরপর থেকে BlackHat টেকনিকে SEO করে সাইট র‌্যাংক করা হয়ে যায় আগে থেকে অনেক বেশি কঠিন।

Hummingbird Algorithm এর মূল লক্ষ্য ছিল কোনো পেজকে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র‌্যাংক করানোর আগে পেজটি সার্চ করা কি-ওয়ার্ডের সাথে কতটা প্রাসঙ্গিক এই বিষয়ে বেশী গুরুত্ব দেয়া। আগে যেখানে দেখা হতো এই পেজে ঐ নির্দ্দিষ্ট কি-ওয়ার্ডটি কতবার ব্যবহার করা হয়েছে। কিন্তু Hummingbird কি-ওয়ার্ডটি কতবার ব্যবহার করা হয়েছে এটিকে গুরুত্ব না দিয়ে পেজের বিষয়বস্তুর সাথে এটি কতটা প্রাসঙ্গিক এটিকে বেশী গুরুত্ব দিয়েছে।

গুগলের প্রধান র‌্যাংকিং ফ্যাক্টর গুলো প্রধানত ১০টি বিষয়ের উপর নির্ভর করে। এর বাইরেও ছোটখাটো কিছু র‌্যাংকি ফ্যাক্টর আছে তবে এগুলোই বেশি গুরুত্বপূর্ন র‌্যাংকিং ফ্যাক্টর হিসেবে ধরা হয়ে থাকে।

1 ডোমেইন র‌্যাংকিং ফ্যাক্টর
2 ওয়েবপেজ ফ্যাক্টর
3 ওয়েবসাইট ফ্যাক্টর
4 ব্যাকলিংক ফ্যাক্টর
5 ইউজার ইন্টারেকশন
6 স্পেশাল অ্যালগরিদম রুলস
7 সোশ্যাল সিগন্যাল
8 ব্রান্ড সিগন্যাল
9 অন-সাইট ওয়েব স্পাম ফ্যাক্টর
10 অফ-পেজ ওয়েব স্পাম ফ্যাক্টর

Lerarn MOre - http://bit.ly/SEOknowladge

Level 0

আমি আঁখি নিশি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস